Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকইনফো বর্ষসেরা ওয়ানডে দলে এক বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৮

তাসকিন আহমেদ

বিদায়ী ২০২৪ সালকে আলাদা করে হয়তো মনে রাখতে চাইবেন তাসকিন আহমেদ। বল হাতে তার সবচেয়ে দারুণ সময় তো কেটেছে এই বছরেই। ২০২৪ সালে সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট ৬৩ উইকেট তো নিয়েছেনই, ওয়ানডেতেও তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি বাংলাদেশের আর কেউ। 

দুর্দান্ত এই বোলিংয়ের স্বীকৃতি পেলেন এবার তাসকিন, জায়গা পেয়েছেন ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিন ক্রিকইনফো’ বর্ষসেরা ওয়ানডে দলে। ২০২৪ সালে মোট ৭ ওয়ানডে খেলে তাসকিনের শিকার ১৪ উইকেট।  ওভারপ্রতি ৫.৩১ গড়ে রান দিয়েছেন, বোলিং গড় ২৩.৯২।

বিজ্ঞাপন

ওয়ানডেতে বছর শুরু করেছিলেন শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। চট্টগ্রামে অনুষ্ঠিত সেই সিরিজের প্রথম ম্যাচে নেন তিন উইকেট, দ্বিতীয়টিতে দুটি ও শেষ ম্যাচে আবারও নেন তিন উইকেট। সব মিলিয়ে ওয়ানডে সিরিজ শেষ করেন সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে। 

আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৫৩ রানে নেন চার উইকেট। চলতি বছর বল হাতে তাসকিনের সেরা পারফরম্যান্স এটাই। বছরের শেষ ওয়ানডে  খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটসে। সেই ম্যাচে ৪৯ রানে এক উইকেট নেন তাসকিন।  

ক্রিকইনফো বর্ষসেরা ওয়ানডে একাদশ

পাথুম নিসাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শারফেন রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ ও হারিস রউফ।

সারাবাংলা/জেটি

তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর