৬ ছক্কায় অঙ্কনের রেকর্ড, ১ বলে ১৫ রানে থমাসের বিশ্বরেকর্ড
৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:১৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:২২
একাদশ বিপিএলের তৃতীয় ম্যাচটা যেন নানান ঘটনায় ভড়া। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। আগে ব্যাটিং করে ২০৩ রানের বিশাল স্কোর গড়েছে খুলনা। বিশাল স্কোরের জবাব দিতে নেমে ভুগছে চিটাগং কিংস। খুলনার দুইশোর্ধ্ব স্কোরে রেকর্ড গড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
খুলনার হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ২২ বলে ৫৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন মাহিদুল অঙ্কন। ১টি চার ৬টি ছক্কায় এই রান করার পথে অঙ্কন ফিফটি পূর্ণ করেছেন ১৮ বলে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল রনি তালুকদারের। গত বিপিএলে ১৯ বলে ফিফটি করেন এই টপ অর্ডার ব্যাটার।
এদিকে, পরে বোলিং করতে নেমে লজ্জার এক রেকর্ড গড়েছেন খুলনার ক্যারিবিয়ান পেসার ওশানে থমাস। ইনিংসের প্রথম ওভারটি করতে এসেছিলেন ক্যারিবিয়ান পেসার। প্রথম ওভারে ১৮ রান খরচ করেছেন থমাস। আধুনিক টি-টোয়েন্টিতে এক ওভারে ১৮ রান খুব বেশি আশ্চর্যের নয় অবশ্য। তবে এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা অতীতে ঘটেনি কখনোই।
ওভারের প্রথম বলটির বিপরীতে ১৫ রান খরচ করেছেন থমাস! ইনিংসের প্রথম বলটিই নো বল করেছেন থমাস। পরের ডেলিভারিটি অর্থাৎ ফ্রি হিটটিতে ছক্কা হাঁকান নাইম হাসান। ফ্রি হিটের বলটিও নো বল করেছেন থমাস। পরের দুটি বল করেছেন ওয়াইড বল। তার পরের ডেলিভারিটি করেছেন নো বল। সেটাতে চার হাঁকান নাঈম। তার পরের ডেলিভারিটি করেন বৈধ। অর্থাৎ ১ বল করতে পাক্কা ১৫ রান খরচ করেছেন থমাস!
টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ১ বলে এতো রান খরচ হয়নি কখনো। গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ১ বলের জন্য ১৪ রান খরচ হওয়া ঘটনা ঘটেছিল। টি-টোয়েন্টিতে ১ বলের বিপরীতে সর্বোচ্চ রান খরচের হিসেবে সেটাই ছিল এতোদিন বিশ্বরেকর্ড।
সারাবাংলা/এসএইচএস