Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের গ্যালারিতে দর্শক ঢল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:২১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ২২:৪১

একাদশ বিপিএলের মাঠের লড়াই শুরু হয়েছে আজ থেকে। এবারের বিপিএল শুরুর আগে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হচ্ছিল টুর্নামেন্ট হবে ‘নতুন’ আঙ্গিকে। বিপিএলের শুরুতে নতুনত্ব দেখাও যাচ্ছে। বিপিএলের প্রথম ম্যাচে দেখা গেল অভাবনীয় দর্শক সাড়া।

বিপিএলের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল লড়ছে দুর্বার রাজশাহীর বিপক্ষে। অপর ম্যাচে ঢাকা ক্যাপিটাল খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দেড়টায় শুরু হয়েছে দিনের প্রথম ম্যাচটি। ম্যাচের শুরু থেকেই দর্শকদের ভীড় দেখা গেছে গ্যালারিতে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গ্যালারী হয়েছে কানায় কানায় পূর্ণ।

বিপিএলে চট্টগ্রাম বা সিলেট পর্বে মোটামুটি দর্শক হয়। কিন্তু এর আগের বিপিএলগুলোতে ঢাকার ম্যাচে এমনটা সচরাচর দেখা যায়নি। বিপিএলে ফাইনাল, এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ম্যাচে দর্শক হয়। বড় দলের খেলা থাকলে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও মাঠে দর্শক দেখা যায়। কিন্তু আজ সোমবার, অফিস বা স্কুল-কলেজ সবাই খোলা। এমন দিনে আজ যেমন দর্শক দেখা গেল গ্যালারীতে বিষয়টি অনেকটা বিরল।

এবার বিপিএলকে নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ আগে থেকেই দেখা যাচ্ছে। টিকিট না পেয়ে গতকাল মিরপুর স্টেডিয়ামের সামনে প্রতিবাদ করেছেন বহু দর্শক। আজ টিকিট প্রত্যাশিরা বিশৃঙ্খলাও করেছেন।

টিকিট না পেয়ে স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে জড়ো হয়েছিলেন দুই আড়াইশ দর্শক। টিকিট ছাড়াই মাঠে প্রবেশের চেষ্টা করেন তারা। পরে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে।

বিজ্ঞাপন

টিকিটের কালোবাজারি রোধে এবার স্টেডিয়ামপাড়া থেকে টিকিট দেওয়া হচ্ছে না। টিকিট পাওয়া যাচ্ছে মধুমিতা ব্যাংকের কয়েকটি শাখা ও অনলাইন থেকে। বোর্ড সূত্রে জানা গেছে, টিকিট ক্রয়ে এবার বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত এই আগ্রহ অব্যাহত থাকলেই হয়!

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫ বিসিবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর