বিপিএলের শুরুতে ইয়াছির ঝড়, রাজশাহীর বিশাল স্কোর
৩০ ডিসেম্বর ২০২৪ ১৫:২২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৭:২৩
একাদশ বিপিএলের মাঠের লড়াই শুরু হলো ইয়াছির আলি রাব্বির ব্যাটিং ঝড়ে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচনু বরিশালের বিপক্ষে অপরাজিত ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন দুর্বার রাজশাহীর মিডল অর্ডার ব্যাটার। যাতে ১৯৭ রানের বিশাল স্কোর পেয়েছে দুর্বার রাজশাহী।
মাঠের বাইরে অল্প বিশৃঙ্খলা, আর উল্লাসে আজ বিপিএলের মাঠের খেলা শুরু হয়েছে। এবারের বিপিএলকে আকর্ষণীয় করে তোলার কথা বলছিল বিসিবি। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে বড় রান তুলে সেই আকর্ষণের ঝাঁঝটা অবশ্য রাখলেন দুর্বার রাজশাহী।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলেছে রাজশাহী। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া বরিশালের বোলিংয়ের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল।
ইনিংসের দ্বিতীয় ও চতুর্থ ওভারে দুই উইকেট তুলে নেন বরিশালের ক্যারিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার কাইল মায়ার্স। শুরুতে দুই উইকেট পরে যাওয়াতে রাজশাহী এরপর তেঁড়েফুঁড়ে খেলতে পারেনি। তৃতীয় উইকেটে ধীরেসুস্থে এগুচ্ছিলেন অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াছির আলি রাব্বি। তবে সেট হওয়ার পর রীতিমতো ঝুড় তুলেছিলেন ইয়াছির।
রানের গতি বাড়াতে গিয়ে এনামুল হক বিজয় ফিরেছেন ৫১ বলে ৬৫ রান করে। ৪টি চার ৫টি ছয়ে এই রান করেন বিজয়। তৃতীয় উইকেটে দুজনের জুটি ছিল ৮৭ বলে ১৪০ রানের। ইয়াছির শেষ পর্যন্ত ব্যাটে দাপট দেখিয়েছেন।
শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৭ বলে ৯৪ রান করে। ইয়াছির চার মেরেছেন ৭টি, আর ছক্কা ৮টি। বরিশালের হয়ে কাইল মায়ার্স দুটি ও ফাহিম আশরাফ একটি উইকেট নিয়েছেন। শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ৩৩ রান খরচায় ছিলেন উইকেটশূণ্য।
সারাবাংলা/এসএইচএস