শেষ সময়ে ঢাকার চমক, দলে ভেড়াল বিশ্বচ্যাম্পিয়নকে
২৯ ডিসেম্বর ২০২৪ ১৯:০২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২০:২৯
রাত পোহালে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। মাঠের লড়াই শুরু হওয়ার আগমুহূর্তে চমক দেখালো বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপজয়ী হার্ডহিটার ব্যাটার জেসন রয়কে দলে ভিড়িয়েছে ঢাকা।
আজ রোববার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঢাকাইয়াস, তোমরা এখানে বড় নাম চেয়েছিলে! বিশ্বচ্যাম্পিয়ন জেসন রয় ঢাকা ক্যাপিটালস পরিবারের সর্বশেষ সংযোজন। আমরা আপনাকে পেয়ে আনন্দিত, জেসন রয়!’
ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। তাতে বাড়তি হাইপ পাচ্ছে রাজধানীর দলটি।
আজ অধিনায়কের নাম ঘোষণা করেছে ঢাকা। শ্রীরংকান অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরার কাঁধে নেতৃত্ব দিয়েছে ঢাকা। লিটন দাস একই দলে ছিলেন বলে ধারণা করা হচ্ছিল বাংলাদেশ জাতীয় দলের তারকাই হয়ত ঢাকার নেতৃত্বে থাকবেন। কিন্তু শেষ মুহূর্তে লিটনের পরিবর্তে নেতৃত্ব দেওয়া হয়েছে থিসারাকে।
ঢাকা ক্যাপিটালস আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড:
দেশি: মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ, রহমতউল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান ও হাবিবুর রহমান।
বিদেশি: থিসারা পেরেরা, জেসন রয়, জনসন চার্লস, চতুরাঙ্গা ডি সিলভা, স্টিভেন এসকিনেজি, শাহনেওয়াজ দাহানি, জহুর খান, রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানউল্লাহ সাফি, জেপি কোটজে, শুবহাম শুভাশিস রঞ্জন।
সারাবাংলা/এসএইচএস