Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্নায়ুর লড়াইয়ে ব্যাটার রাবাদা জেতালেন দক্ষিণ আফ্রিকাকে

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৫

ম্যাচ জেতার পর ইয়ানসেন-রাবাদার উদযাপন

প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ছিল ১৪৮ রানের। সেঞ্চুরিয়নে চতুর্থ দিন এসে সমীকরণ ঠেকল এমন; প্রোটিয়াদের চাই ১২৭, পাকিস্তানের ৭ উইকেট। আজ সুপারস্পোর্ট পার্কে বাকি সেই পথ পাড়ি দিতে পাকিস্তানি বোলারদের তোপে ৯৯ রানে দক্ষিণ আফ্রিকার পড়ল ৮ উইকেট। এরপর লড়াইটা জমিয়ে দিয়ে দলকে ২ উইকেটে ম্যাচ জেতালেন কাগিসো রাবাদা। মার্কো ইয়ানসেনকে সাথে নিয়ে রোমাঞ্চকর এক জয়ে দলকেও তুললেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। 

বিজ্ঞাপন

২৭ রানে ৩ উইকেট নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকা প্রথম ধাক্কা খায় এইডেন মার্করামকে হারিয়ে। ৬৩ বলে ৩৭ রান করে মোহাম্মদ আব্বাসের বলে বোল্ড হন ডানহাতি এই ব্যাটার। এর আগে অধিনায়ক টেম্বা বাভুমার সাথে গড়েন ৪৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। বাভুমা-বেডিংহামের ওয়ানডে স্টাইলের ৩৪ রানের জুটিও ছিল কার্যকর। 

কিন্তু আব্বাসের তোপের মুখে টিকতে পারেননি তারাও। বাভুমা ৭৮ বলে করেন ৪০ রান। আব্বাসের তোপে দলীয় ৯৯ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইয়ানসেনকে নিয়ে শেষটা করেছেন রাবাদা। নবম উইকেটে দুজন গড়েন ৫০ রানের জুটি। ম্যাচ জেতানো এই জুটিতে রাবাদার অবদান ২৬ বলে ৩১* ও ইয়ানসেন করেন ২৪ বলে ১৬ রান। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২১১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ডানহাতি পেসার ডেন প্যাটারসন নেন পাঁচ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের ৮৯ ও শেষদিকে করবিন বশ্চের ৯৩ বলে ৮১* রানের দুর্দান্ত ইনিংসে ৩০১ রান করে দক্ষিণ আফ্রিকা। পায় ৯০ রানের লিড। 

৯০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান ৭৪ রানেই হারায় প্রথম তিন ব্যাটারকে। বাবর আজমের ফিফটির সাথে সৌদ শাকিলের ৮৪ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ২৩৭ রানে। প্রোটিয়াদের লক্ষ্য দেয় ১৪৮ রানের। মার্কো ইয়ানসেন নেন ৬ উইকেট।  

সারাবাংলা/জেটি

কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর