Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ২০২৫
তামিমের ভাবনায় নেই জাতীয় দল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৫

ফরচুন বরিশালের অনুশীলনে তামিম ইকবাল

‘কবে ফিরছেন জাতীয় দলে?, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে কি দেখা যাবে আপনাকে?’, প্রায়শই এমন সব প্রশ্নের মুখে পড়তে হয়ে তামিম ইকবালকে। কিন্তু কখনোই পরিস্কার কোনো উত্তর পাওয়া যায়নি সাবেক বাংলাদেশ অধিনায়কের কাছ থেকে। বিভিন্ন সংবাদ সম্মেলনে বিসিবি কর্তারাও এই প্রসঙ্গে কোনো সদুত্তর দিতে পারেননি। তবে আজ (রবিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তামিম নিজেই জানালেন, এই মুহূর্তে জাতীয় দল নিয়ে একেবারেই ভাবছেন না তিনি। 

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে তামিম। সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তামিম সম্প্রতি মাঠে ফিরেছেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। চট্টগ্রাম বিভাগের হয়ে ঘরোয়া এই টুর্নামেন্টে শেষে যোগ দিয়েছেন ফরচুন বরিশাল ক্যাম্পে, চালিয়ে যাচ্ছেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি। 

আজ অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন ফরচুন বরিশালের দলীয় অধিনায়ক তামিম। সেখানেই তার দিকে প্রশ্ন গেল, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলে তাকে দেখা যাবে কি না? সোজাসাপ্টা উত্তরে তামিম বলেন এই মুহূর্তে বিপিএল ঘিরেই সব ভাবনা, ‘আমি এই মুহূর্তে বিপিএলের জন্য রেডি হচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সঙ্গে আলোচনা হয়েছে, না আমি কারো সঙ্গে কোনো কথা বলেছি। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তা নেই।’

আগামীকাল বিপিএলের একাদশতম আসরের উদ্বোধনী ম্যাচে নবাগত দল দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দেশি-বিদেশি মিলিয়ে গত আসরের শিরোপাজয়ী তামিমদের স্কোয়াডও কাগজে-কলমে এবারের আসরের অন্যতম শক্তিশালী দল। তামিমের সাথে মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহর মতো দেশি তারকারা তো আছেনই। শাহীন শাহ আফ্রিদি, কাইল মায়ার্স, মোহাম্মদ নবীদের মতো বিদেশি তারকারাও আছেন শক্তি বাড়াতে।  তামিম নিজেও বলেছেন, শক্তিমত্তার বিচারে তাদের দল শীর্ষ দুইয়ের মধ্যেই থাকবে। 

তারকাখচিত স্কোয়াড থেকে ম্যাচের একাদশ সাজানো কতটা কঠিন তামিমের জন্য? হাসতে হাসতেই তামিম জানালেন একাদশ নিয়ে একদম নিশ্চিন্ত তিনি, ‘না না, একদম প্রপারলি আমি জানি কারা খেলবে। আপনাদের একটাই প্রশ্ন, ওই শান্ত আমার সঙ্গেই ওপেন করবে। সো ভয়ের কিছু নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

তামিম ইকবাল ফরচুন বরিশাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর