Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামজার পথ ধরে আরেক প্রবাসী ফুটবলার আলোচনায়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৫

বাফুফে ভবনের সামনে জায়ান আহমেদ

হামজা চৌধুরী-গত সপ্তাহে বাংলাদেশের ফুটবল পাড়া তথা গোটা ক্রীড়াঙ্গনের আলোচনায় ছিল এই একটাই নাম। নানান চেষ্টার পর ফিফা থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার অনুমতি পান ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির এই বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। হামজার পথ ধরে এবার আলোচনায় আরো এক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। 

ফিফা থেকে হামজার অনুমতি পাওয়ার পর গত ২০ ডিসেম্বর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, হামজার মতো আরো প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের চান তারা। সেই ধারাবাহিকতায় বিশ্বের নানান দেশে ছড়িয়ে থাকা প্রবাসী ফুটবলারদের জন্য খোলা বাফুফের দুয়ার। 

বিজ্ঞাপন

এই সুযোগটাই কাজে লাগাতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ফুটবলার জায়ান। গত শুক্রবার বাফুফে ভবনে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ২০ বছর বয়সী এই ফুটবলার। বাফুফতে আগেই জমা দেয়া ছিল তার জীবন বৃত্তান্ত ও খেলার ভিডিও ফুটেজ। 

যদিও সহসাই খেলার সুযোগ পাচ্ছেন না জায়ান। যেতে হবে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে। আগামী বছরের সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের ট্রায়াল অনুষ্ঠিত হবে। সেখানেই জায়ানকে পরখ করে দেখতে চায় বাফুফের টেকনিক্যাল কমিটি। এর আগে জন্ম নিবন্ধন ও পাসপোর্টের আনুষ্ঠানিকতাও সারতে হবে যুক্তরাষ্ট্রে জন্মানো জায়ানকে। 

যুক্তরাষ্ট্রে জন্ম হলেও আন্তর্জাতিক ফুটবলে লাল সবুজের জার্সিতেই খেলতে চান জায়ান। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শীর্ষ পর্যায়ে খেলা এই ফুটবলারের প্রত্যাশা ট্রায়ালে ভালো করার, ‘‘আমি একটু সুযোগ চাই নিজেকে প্রমাণ করার। ট্রায়ালে সেরাটা দিয়ে দলে জায়গা পাব বলে আশা রাখি।’ 

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

বাফুফে হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর