তামিম ভাইয়ের জন্যই বিপিএলে এসেছি: আফ্রিদি
২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৪
পাকিস্তান জাতীয় দল যখন দক্ষিণ আফ্রিকায় খেলছে শাহীন শাহ আফ্রিদি তখন কেন বিপিএল খেলতে এসেছেন তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এসবের মধ্যে আজ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে অনুশীলন করেছেন পাকিস্তানি পেসার। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের জানালেন, বরিশালের অধিনায়ক তামিম ইকবালের ডাকেই বিপিএল খেলতে এসেছেন।
তামিম ইকবালের নেতৃত্বে গতবার বিপিএল শিরোপা জিতেছে বরিশাল। এবারও শক্ত দল গড়েছে বরিশাল। তামিম ইকবালের সঙ্গে দেশীয় অভিজ্ঞদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্তরা আছেন। বিদেশি তারকাও কম নেই বরিশালে। শাহিন আফ্রিদি, মোহাম্মদ নবিরা দলটার শক্তি বাড়িয়েছেন আরও।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন তামিম, শাহীন, নবী, মুশফিকরা। একফাঁকে শাহীন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে আসলে তার বিপিএলে অন্তর্ভূক্ত হওয়ার ঘটনা জানতে চাওয়া হলো।
শাহীনের উত্তর, ‘(আসার কারণ) আমার জন্য তো তামিম ইকবালের ফোন কল। উনার কলেই এসেছি। তামিম ভাই আমাকে যখনই কল করেন (আমি তৈরি থাকি)। গত বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত ছিলাম। গত ২-৩ বছরই আমি খেলতে পারিনি। এবার সময় পেয়েছি। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’
প্রথমবার বিপিএল খেলতে আসা শাহীন এই টুর্নামেন্ট নিয়ে বেশ রোমাঞ্চিত। বলেছেন, ‘বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি এক্সাইটেড। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারব।’
অবশ্য খুব বেশিদিন বিপিএলে দেখা যাবে না পাকিস্তানি তারকা পেসারকে। বরিশালের প্রথম পাঁচ ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ জানুয়ারী পর্যন্ত।
সারাবাংলা/এসএইচএস