Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ২০২৫
বাবা-চাচার মতোই জাতীয় দলে খেলতে চান জিশান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:২৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:২৭

দুরন্ত রাজশাহীর অনুশীলনে জিশান আলম

বাবা জাহাঙ্গীর আলম ছিলেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার। চাচা জুয়েল হোসেন মনাও খেলেছেন জাতীয় দলের জার্সিতে। আরেক চাচা সোহেল হোসেন অবশ্য ছিলেন কেবল ঘরোয়া সার্কিটেই। বলা যায় ক্রিকেটার হওয়ার স্বপ্নের বুনন পরিবার থেকেই হয়েছে জিশান আলমের। আজ (শনিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে  তরুণ এই ব্যাটার জানান, বাবা-চাচার মতোই জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে চান তিনি। 

আসন্ন বিপিএলে নবাগত দল দুরন্ত রাজশাহীর হয়ে খেলবেন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি থেকে উঠে আসা জিশান। আজ মিরপুর একাডেমি মাঠে রাজশাহীর হয়ে অনুশীলন শেষে এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানেই বললেন জাতীয় দলে খেলার পারিবারিক পরম্পরাটা বজায় রাখতে চান তিনি। 

বিজ্ঞাপন

বাবা-চাচা জাতীয় দলে খেলেছেন, এই ব্যাপারটি জিশানের জন্য অনুপ্রেরণার নাকি চ্যালেঞ্জিং? এই প্রশ্নের জবাবে জিশান বলেন, ‘এটা আমার জন্য অনেক অনুপ্রেরণার একটা ব্যাপার। যেহেতু বাবা চাচা দুজনই জাতীয় দলে খেলেছেন। চেষ্টা করব ভালো কিছু করার জন্য। যদি কপালে লেখা থাকে তাহলে ইনশাআল্লাহ জাতীয় দলে খেলব।’

গত সপ্তাহে পর্দা নামা এনসিএল টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হয়েছে দুটি। প্রথমটি এসেছে জিশানের ব্যাট থেকে। টুর্নামেন্ট শুরুর প্রথমদিন ঢাকা বিভাগের বিপক্ষে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। টুর্নামেন্ট শেষ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান নিয়ে। তবে ছক্কা মেরেছেন সবচেয়ে বেশি ২২টি। 

নিজের এই হিটিং অ্যাবিলিটির রহস্যও জানালেন জিশান, ‘তেমন কিছু না। ছোটবেলা থেকেই আমি ন্যাচারাল ক্রিকেটটা খেলে আসছি। ছোটবেলায় বাবা আমাকে অনেক হেল্প করেছে এই ব্যাপারটায়,সেজন্য আমি ন্যাচারালভাবেই ছক্কাটা মারতে পারি। আর বড় ছক্কা মারতে সবাই পছন্দ করে।’ 

বিজ্ঞাপন

আগামী ৩০ ডিসেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে আসন্ন বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে দুরন্ত রাজশাহী। সেই ম্যাচে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চান জিশান। 

সারাবাংলা/জেটি

জিশান আলম দুরন্ত রাজশাহী বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর