Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যত্ন নিলে নাহিদ রানা অনেক বড় হবে: টেইট

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ২০:৫৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩:৪১

ক্রিকেট ইতিহাসে গতিময় বোলারদের আলোচনায় প্রথম দিকেই থাকবে শন টেইটের নাম। ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গতিময় বোলার অস্ট্রেলিয়ার এই সাবেক পেসার। গতির আলোচনায় সম্প্রতি চর্চা হচ্ছে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার নাম। বিপিএলে কোচিং করাতে টেইট বাংলাদেশে এলে তাই স্বাভাবিকভাবেই উঠল নাহিদ রানার গতিময় বোলিং প্রসঙ্গ। নাহিদের বোলিংয়ে মুগ্ধতা জানিয়েছেন টেইট। বলেছেন ঠিকঠাক যত্ন নিতে হবে তরুণ এই পেসারের।

বিজ্ঞাপন

বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট মাঠে মুগ্ধতা ছড়াচ্ছেন অনেকদিন ধরেই। নাহিদ রানার সংযোজন সেটা যেন বাড়িয়ে দিয়েছে অনেকখানি। মার্চে শ্রীলংকার বিপক্ষে অভিষেক তরুণ নাহিদ রানার। তারপর থেকেই গতির ঝড় তুলে নিজের নাম ক্রিকেটবোদ্ধাদের মুখে মুখে নিয়ে গেছেন।

পাকিস্তান, ভারত সফরের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও গতির ঝড় তুলে প্রসংশা কুড়িয়েছেন ২২ বছর বয়সী নাহিদ। মাঝে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলেছেন। সেখানে ঘণ্টায় ১৫১ কিমি গতিতে বোলিং করেছেন নাহিদ। নিয়মিতই ১৪৫ গতিতে বোলিং করে যাচ্ছেন তরুণ পেসার, তাতে সাফল্যও মিলছে। এখন পর্যন্ত ৬ টেস্ট খেলে ২০ উইকেট নিয়েছেন। বাংলাদেশি তরুণের প্রসংশা করেছেন অনেকে। শট টেইটও করলেন। সঙ্গে যথাযথ যত্ন নিতে বললেন নাহিদ রানার।

আসন্ন বিপিএলে চিটাগং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টেইট। নাহিদ রানা অবশ্য তার দলের হয়ে খেলবেন না, নাহিদ বিপিএল খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। তবে নাহিদকে ঠিকই জানেন টেইট। বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় টেলিভিশনে তাকে (নাহিদ রানা) প্রথম বোলিং করতে দেখেছিলাম। সত্যি বলতে, এর আগে আমি তার সম্পর্কে বেশি কিছু জানতাম না। তারপর থেকেই টিভিতে দেখছি। অনেকটা লম্বা এবং শক্তিশালী একজন।’

‘আমার মনে হয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার। বিশেষ করে পেসারদের ক্ষেত্রে। বাংলাদেশে কখনই পেস বোলিংয়ে এমন ডেপথ ছিল না। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারা একজনকে পাওয়া বিরল। খুব ভালোভাবে তার যত্ন নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে।’- যোগ করেছেন অজি তারকা।

বিজ্ঞাপন

২২ বছর বয়সী নাহিদের বিষয়ে এখন পর্যন্ত বিসিবির সচেতনতা অবশ্য প্রসংশা করার মতোই। তাকে টানা না খেলিয়ে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হচ্ছে। নাহিদের ব্যাপারে সচেতন থাকতে বললেন টেইট, ‘নাহিদের আশেপাশে যারা কাজ করে এটা (ক্যারিয়ার লম্বা করার কাজ) পুরোপুরি তাদের উপর। তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয়, তাকেও নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেটে কখনও কখনও যদি অনেক বেশি নিয়ন্ত্রণ করতে যাই… ক্রিকেটারকেও নিজের শরীর সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। বাংলাদেশ ক্রিকেটের সঠিক ব্যক্তিদের সঠিক দিকনির্দেশনায় থাকলে আমি নিশ্চিত সে ভালো করবে।’

সারাবাংলা/এসএইচএস

নাহিদ রানা শট টেইট