Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের ৮ মাসের রাজনৈতিক পরিচয়টা ভুলে যাওয়া যায় না?- প্রশ্ন সুজনের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৭

দেশের ক্রিকেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উন্মাদনা শুরু হয়ে গেছে অনেক আগেই। আজ থেকে অফিসিয়ালি অনুশীলনে নেমে পড়েছে দলগুলো। সবকিছু ঠিক থাকলে বিপিএলের মাঠের লড়াই শুরু হবে ৩০ ডিসেম্বর। কিন্তু বিপিএলের এমন ঢাকঢোলের মধ্যে টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান যেন কোথাও নেই!

ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতানোর কথা ছিল সাকিবের। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে রাজধানীর দলটির হয়ে সাকিবের খেলার সম্ভবনা নেই বললেই চলে। এতে রাজনৈতিক বিষয়টিই বড় ভূমিকা রাখছে। ঢাকা ক্যাপিটালসের হেড কোচ খালেদ মাহমুদ সুজনের প্রশ্ন, দেশের সেরা ক্রিকেটার সাকিবের সেই রাজনৈতিক পরিচয়টা কি ভুলে যাওয়া যায় না?

বিজ্ঞাপন

আওয়ামী লীগের মনোনয়নে গত জাতীয় সংসদ নির্বাচনে মাগুড়া-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সাকিব। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে সরকার উৎখাত হয়েছে। সেই সময়ে দেশের বাইরে থাকা সাকিব পরে আর দেশে ফিরতে পারেননি। দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা পোষণ করলেও দেশে আসা হয়নি তার। জাতীয় দলেরও বাইরে অনেকদিন। এর মধ্যে পড়েছেন বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞায়। বোলিং অ্যাকশনের দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছেন সাকিব। দু-একদিনের মধ্যে তার রিপোর্টও পাওয়ার কথা। তাতে পাশ না করলেও শুধু ব্যাটার হিসেবেও বিপিএল খেলার সুযোগ আছে তার। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, বিপিএল খেলতে সাকিবের হয়ত দেশে আসা হচ্ছে না।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলন সেরেছে ঢাকা ক্যাপিটালস। এক ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। সাকিব প্রসঙ্গে বলেছেন, ‘সাকিব এক নম্বর সেরা খেলোয়াড়। সাকিব না থাকাটা….সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি।’

বিজ্ঞাপন

সাকিবের রাজনৈতিক পরিচয়টা কি ভুলে যাওয়া যায় না? প্রশ্ন সুজনের, ‘সাকিব হয়ত রাজনীতি করেছে, তবে সারা বাংলাদেশ সাকিবকে কিন্তু চিনে ক্রিকেটার হিসেবে। ওর উত্থার ক্রিকেটার হিসেবে, সব কিছুই ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে সেটা আমি বলতে পারব না। তবে আমরা ওই ৮ মাসটা (রাজনৈতিক ক্যারিয়ার) ওর এতো বড় লম্বা (ক্রিকেট) ক্যারিয়ারের সঙ্গে মিলায়ে ফেললাম এটাই আমার কাছে অবাক লাগে। ওর এতো বড় ক্যারিয়ারের সঙ্গে আমরা ৭টা মাস ইয়ে করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এতোকিছু দিয়েছে সেখানে আমরা যদি একটু বিচক্ষণতার পরিচয় দিতাম।’

সাকিবের না খেলতে পারাটা হতাশার বলেছেন সুজন, ‘দেশসেরা একটা ক্রিকেটার দেশের সেরা টুর্নামেন্টে খেলতে পারবে না এতে অন্যান্য ক্রিকেটাররাও অনেক হতাশ আমার মনে হয়। যদিও সবাই হয়ত মাইকের সামনে সেভাবে বলতে পারে না। তবে আমি মনে করি সব প্লেয়াররাই একটু হতাশ। কারণ সাকিব ক্রিকেটে সবাইকেই হেল্প করে সব সময়।’

সারাবাংলা/এসএইচএস

খালেদ মাহমুদ সুজন বিপিএল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর