Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অশ্বিনের ৮ বছর পুরনো রেকর্ড ছুঁলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:২৮

রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ

আইসিসির টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত শীর্ষ পাঁচের মধ্যেই ঘুরাফেরা করছেন জাসপ্রিত বুমরাহ। আরো নির্দিষ্ট করে বললে ২০২৪ সালের ০৬ ফেব্রুয়ারির পর সেরা তিনের বাইরে যায়নি তার অবস্থান, বর্তমানে আছেন র‍্যাংকিংয়ে সবার ওপরে। এই ধারাবাহিকতায় গড়েছেন আরো একটা রেকর্ড। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে সর্বোচ্চ ৯০৪ রেটিং পয়েন্ট ছুঁয়েছেন এই ডানহাতি পেসার। 

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে দুই ইনিংসে ১২ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এমন দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ সেরা হননি বিরাট কোহলির ২৩৬ রানের দারুণ এক ইনিংসের জন্য। তবে সেই পারফরম্যান্স দিয়েই ভারতের হয়ে টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে সর্বোচ্চ ৯০৪ রেটিং পয়েন্টের রেকর্ড গড়েন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায়ী এই অফ স্পিনার। 

বিজ্ঞাপন

আজ (বুধবার) আইসিসি র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদের পর ক্যারিয়ার সেরা ও দেশের হয়ে যুগ্ম সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছুঁয়েছেন বুমরাহ। বৃষ্টিতে ড্র হওয়া ব্রিজবেন টেস্টের পারফরম্যান্স দিয়ে ধরে রেখেছেন বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থান। বৃষ্টিভেজা সেই ম্যাচেও বল হাতে তোপ দাগিয়েছেন বুমরাহ। 

প্রথম ইনিংসে ২৮ ওভার বল করে ৯ মেইডেনসহ ৭৬ রানে নে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬ ওভারে এক মেইডেনসহ নেন আরো ৩ উইকেট, মাত্র ১৮ রানের খরচায়। আগামীকাল মেলবোর্নে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট।

সারাবাংলা/জেটি

জাসপ্রিত বুমরাহ বোর্ডার-গাভাস্কার ট্রফি রবিচন্দ্রন অশ্বিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর