Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সূচি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২১:১৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:২২

বহু জলঘোলার পর অবশেষে চূড়ান্ত হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। এক বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টটি, চলবে ৯ মার্চ পর্যন্ত। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে, ২০ ফেব্রুয়ারি।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। গ্রুপের বাকি তিন দল হলো ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

বিজ্ঞাপন

বাংলাদেশ গ্রুপ পর্বে মোট তিন ম্যাচ খেলবে। ভারত ছাড়া বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে- ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। তবে মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানের তিন ভেন্যুর পাশাপাশি দুবাইতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালও হবে দুবাইতে। আর দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল পাকিস্তানের লাহোরে। তবে ভারত ফাইনালে উঠলে সেটা অনুষ্ঠিত হবে দুবাইতে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য থাকবে রিজার্ভ ডে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি:

গ্রুপ পর্ব:
১৯ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি (পাকিস্তান)

২০ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম ভারত, দুবাই (সংযুক্ত আরব আমিরাত)

২১ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি (পাকিস্তান)

২২ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর (পাকিস্তান)

বিজ্ঞাপন

২৩ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম ভারত, দুবাই (সংযুক্ত আরব আমিরাত)

২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি (পাকিস্তান)

২৫ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি (পাকিস্তান)

২৬ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর (পাকিস্তান)

২৭ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি (পাকিস্তান)

২৮ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর (পাকিস্তান)

১ মার্চ, দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি (পাকিস্তান)

২ মার্চ, নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই (সংযুক্ত আরব আমিরাত)

সেমিফাইনাল:

৪ মার্চ, প্রথম সেমিফাইনাল, দুবাই (সংযুক্ত আরব আমিরাত)

৫ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর (পাকিস্তান)

ফাইনাল:

৯ মার্চ, ফাইনাল, লাহোর (পাকিস্তান)

* ভারত ফাইনালে উঠলে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে

*সব ম্যাচ দিবারাত্রির

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর