Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের মিউজিক ফেস্ট এবার সিলেটে, গাইবেন জেমস-আসিফ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১২:৪৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫১

বিপিএলের মিউজিক ফেস্টের ঢাকা পর্বে গতকাল দর্শক-শ্রোতাদের সুরের মুর্ছনায় মাতিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সঙ্গে দেশের জনপ্রিয় ‘মাইলস’সহ আরও অনেক শিল্পীরা ছিলেন। গান ছাড়াও ছিল নানান পরিবেশনা। ঢাকার পর বিপিএলের মিউজিক ফেস্ট এবার যাচ্ছে সিলেটে।

আগেই জানানো হয়েছিল, এবারের বিপিএলের তিন ভেন্যুতেই হবে মিউজিক ফেস্ট। সে হিসেবে ঢাকার পর সিলেট এবং চট্টগ্রামেরও যে আয়োজন হবে সেটা জানাই ছিল। আগামী ২৫ ডিসেম্বর বিপিএলের মিউজিক ফেস্ট হবে সিলেটে। তাতে মূল আকর্ষণ বাংলাদেশের কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমস। সঙ্গে বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরও থাকবেন।

বিজ্ঞাপন

ঢাকা পর্বের পরিবেশনায় ছিলেন রাফা, জেফার, মুজা, সঞ্জয়। সিলেটেও সংগীত পরিবেশনা করবেন মুজা ও সঞ্জয়। নারী শিল্পী হিসেবে থাকবেন তোশিবাকে।

সিলেটের এই কনসার্টের সর্বনিম্ন টিকিটমূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। গ্যালারিতে বসে এই টিকিটে শো দেখা যাবে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট দেখতে টিকিট কিনতে হবে ১ হাজার ৫০০ টাকা মূল্যের। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা।

টিকিট পাওয়া যাবে সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথ থেকে। অনলাইনে পাওয়া যাবে টিকিফাই অ্যাপে।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর