Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ২০২৫
দুর্বার রাজশাহীতে মোহাম্মদ হারিস

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২৩:৪০

দুর্বার রাজশাহীর হয়ে আসন্ন বিপিএলে খেলবেন মোহাম্মদ হারিস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে মোহাম্মদ হারিসের খেলার কথা ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। দলের সাথে অনুশীলনও করেছিলেন এই পাকিস্তানি ব্যাটার। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে শেষ পর্যন্ত অনাপত্তিপত্র না পাওয়ায় কোনো ম্যাচ না খেলেই তাকে ফিরতে হয় দেশে। কিন্তু আসন্ন বিপিএলে এই মারকুটে ডানহাতি ব্যাটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে নবাগত দুর্বার রাজশাহী। আজ রাতে (রোববার, ২২ ডিসেম্বর) আনুষ্ঠানিক ঘোষণায় হারিসকে চুক্তিবদ্ধ করার খবর জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৬টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন হারিস। বিপিএলের গত আসরে চটগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে না পারলেও এর আগের আসরে প্রতিনিধিত্ব করেছেন সিলেট স্ট্রাইকার্সের। হারিস ছাড়াও আরো ৩ বিদেশি ক্রিকেটার সাদ নাসিম, লাহিরু সামারাকুন ও বিলাল খান আছেন রাজশাহীর স্কোয়াডে।

আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের একাদশতম আসরের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে রাজশাহী।

দুর্বার রাজশাহী স্কোয়াড

দেশি ক্রিকেটার

আনামুল হক বিজয়,তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম ও মোহর শেখ। 

বিদেশি ক্রিকেটার

সাদ নাসিম, লাহিরু সামারাকুন, বিলাল খান ও মোহাম্মদ হারিস

সারাবাংলা/জেটি

দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল বিপিএল ২০২৫ মোহাম্মদ হারিস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর