Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার বিষয়ে যা ভাবছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ২৩:০২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২৩:১৫

দেখতে দেখতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ঘনিয়ে আসছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যত ঘনিয়ে আসছে একটা প্রশ্ন ততোই বড় হচ্ছে- সাকিব আল হাসান ও তামিম ইকবাল কি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে থাকবেন? তামিম ইকবাল অনেকটা ইচ্ছা করেই অনেকদিন যাবত জাতীয় দলে খেলছেন না। অপর দিকে সাকিব আল হাসান বিভিন্ন কারণে খেলতে পারছেন না। সম্প্রতি তার বোলি অ্যাকশনে ত্রুটি ধরা পরায় বোলার সাকিব ‘নিষিদ্ধ’ আছেন। এই দুজনকে নিয়ে বোর্ডের ভাবনাটাই বা কি?

বিজ্ঞাপন

বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহজ উত্তরটাই দিলেন। অবসরের আগ পর্যন্ত সব ক্রিকেটারই জাতীয় দলে খেলার জন্য অ্যাভেইলেবল থাকেন। নির্বাচকরা মনে করলে জাতীয় দলে নিতে পারেন। সাকিব-তামিমের ক্ষেত্রেও সেটাই স্মরণ করিয়ে দিলেন বোর্ড সভাপতি।

শনিবার (২১ ডিসেম্বর) বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। সাকিব-তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা প্রশ্নে বোর্ড প্রধান বলেন, ‘এখনো কোনো পলিসি নাই, যদি কোনো ক্রিকেটার রিটায়ারমেন্ট না করে থাকে আর যদি নির্বাচকরা মনে করেন তাকে দরকার, তাহলে নির্বাচক কমিটিকে তাদের সঙ্গে আলাপ করা দরকার। আমি তো একটা কথা বলে দিলাম যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে, অবশ্যই সে দল নির্বাচনের জন্য অ্যাভেইলেবল।’

অনেকদিন পর ব্যাট-বল হাতে নিয়েছেন তামিম ইকবাল। নেটে অনুশীলনের পর জাতীয় লিগ টি-টোয়েন্টিতেও কয়েকটা ম্যাচ খেলেছেন। তাতে ব্যাট হাতে ভালো ঝলক দেখিয়েছেন তামিম। বিষয়টি তার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকার ক্ষেত্রে দারুণ ইতিবাচক বলেছেন বোর্ড প্রধান।

ফারুক আহমেদ বলেন, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা এটা অবহিত হতে পারব যে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য তিনি অ্যাভেইলেবল থাকবেন কি না। যদি থাকেন, তাহলে তো দারুণ।’

সাকিবের বিষয়টি আলাদা করে বলতে গিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘সাকিবের ইস্যুটা পুরোপুরি ভিন্ন বিষয়। এটা নতুন করে কিছু নয়। সবশেষ আমরা ওয়েস্ট ইন্ডিজে যে খেলেছি, ও মানসিক অবস্থায় ছিল না তাই যেতে পারেনি। এখন সাকিব আসলে বলবে যে বিপিএল খেলবে কী… আমি আসলে ওর অবস্থা বলতে পারব না। আমার কাছে কোনো আপডেট নেই সাকিবের ব্যাপারে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারী মাঠে গড়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর