Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরানকে আউটের টোটকা জানেন মাহেদী

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১২:১১

তিন ম্যাচে আট উইকেট নিয়ে সিরিজ সেরা শেখ মাহেদী হাসান

নিকোলাস পুরান, সময়ের সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের একজন। জাতীয় দল তো বটেই, বিশ্বজুড়ে খেলে বেড়ান নানান ফ্র্যাঞ্চাইজি লিগেও। সেই সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী এই ব্যাটারের অভিজ্ঞতাও প্রচুর। কিন্তু সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে তাকে রীতিমতো বলেকয়ে আউট করেছেন স্পিনার শেখ মাহেদী হাসান। সিরিজ সেরা হয়ে মাহেদীও জানালেন, পুরানকে আউট করার টোটকা জানেন তিনি। 

সিরিজের তিন ম্যাচের প্রতিটিতেই পুরানের উইকেট নিয়েছেন মাহেদী। পুরান প্রথম ম্যাচে হয়েছেন স্টাম্পিং, দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের হাতে দিয়েছেন ক্যাচ। আজ (শুক্রবার, ২০ ডিসেম্বর) তৃতীয়টিতে হয়েছেন বোল্ড। সিরিজে তিন ম্যাচে আট উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে তারা করেছেন বাংলাওয়াশ।

বিজ্ঞাপন

অভাবনীয় এই সাফল্যের পর সিরিজ সেরার পুরস্কার নিতে গিয়ে মাহেদী বলেন, ‘পুরানকে আমি অনেক দিন ধরেই চিনি। বিপিএলে আমরা একসাথে (রংপুর রাইডার্স) খেলেছি। অন্য লিগেও খেলার অভিজ্ঞতা আছে। তবে অফ স্পিনারদের পক্ষে তাকে বল করা একটু কঠিনই। তবে আমাদের আলাদা পরিকল্পনা ছিল পুরানকে নিয়ে।’

কদিন আগেই গায়ানায় রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের শিরোপা জিতেছেন মাহেদী। জানিয়েছেন সেই অভিজ্ঞতাও কাজে এসেছে তার, ‘গ্লোবাল সুপার লিগে খেলেছি কদিন আগে। দারুণ অভিজ্ঞতা হয়েছে। আর এই ধরনের উইকেটে বল করতে আমিও পছন্দ করি।’

সারাবাংলা/জেটি

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর শেখ মাহেদি হাসান