Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটকীয়তায় জীবন পেয়ে ম্যাচ সেরা জাকের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১১:৪৯

জাকের আলী অনিক

৪১ বলে ৭২* রানের কী ঝকঝকে একটা ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে জাকের আলীর আদর্শ এই টি-টোয়েন্টি ব্যাটিংয়েই ১৮৯ রানের পূঁজি পায় বাংলাদেশ। কিন্তু গল্পটা অন্যরকম হতেই পারত। জাকের থামতে পারতেন ১৮ রানেই। অবশ্য রান আউট হয়ে থেমেছিলেনও। কিন্তু থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে আবার ফেরানো হয় তাকে। নাটকীয়ভাবে জীবন পেয়ে হয়েছেন ম্যাচ সেরা। এর আগে উইন্ডিজ বোলারদের ওপর বইয়ে দিয়েছেন তাণ্ডব। 

বিজ্ঞাপন

ঘটনা বাংলাদেশের ইনিংসের ১৫তম ওভারে।  রোস্টন চেইজের করা সেই ওভারের তৃতীয় বলে স্কয়ার লেগে ঠেলে দুই রানের জন্য দৌড়ান জাকের। কিন্তু শামীম পাটোয়ারির সাথে ভুল বুঝাবুঝিতে দুজনই দৌড়ান ব্যাটিং প্রান্তে। নিকোলাস পুরানের থ্রো থেকে নন স্ট্রাইকিং এন্ডের স্টাম্প ভাঙেন চেইজ। প্রাথমিকভাবে মনে হচ্ছিল জাকেরই আউট। মাঠ ছেড়ে ড্রেসিংরুমেও চলে যান তিনি। কিন্তু থার্ড আম্পায়ার রিপ্লে দেখে সিদ্ধান্ত জানান, জাকের যখন ব্যাট গ্রাউন্ড করছেন পপিং ক্রিজে, তখনো হাওয়ায় ভাসানো ছিল শামীমের ব্যাট; আউট হন তিনি।

বিজ্ঞাপন

নতুন জীবন পেয়ে মাঠে এসেই ছড়ি ঘোরানো ব্যাটিং করেছেন জাকের। ৪১ বলে তিনটা চার ও ছয়টা ছক্কায় খেলেছেন ৭২ রানের অপরাজিত ইনিংস। ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে জাকের কথা বলেছেন শামীমের সাথে ভুল বুঝাবুঝি ও আবার সুযোগ পেয়ে সেটা কাজে লাগানো প্রসঙ্গে। 

ডানহাতি এই ব্যাটার বলেন, ‘এই সফরটা আমার দারুণ কাটল। আজও চাচ্ছিলাম সময় নিয়ে ব্যাট করতে, কারণ জানতাম উইকেটে থাকলে রান করতে পারব। যদিও শামীমের সাথে খুব বাজেভাবে ভুল বুঝাবুঝি হয়েছে। তবে সৌভাগ্যবশত আম্পায়ার আমাকে ফিরিয়ে এনেছেন, রানও করতে পেরেছি।’

সারাবাংলা/জেটি

জাকের আলী অনিক বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর