Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়েই বছর শেষ বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১০:৩১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮

ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে বছর শেষ করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও সাদা বলের অন্য সিরিজে সেটা ফিরিয়ে দিল বাংলাদেশ। কিংসটাউনে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো করল বাংলাওয়াশ। ৮০ রানের বড় এই জয় দিয়ে বছর শেষ করলেন লিটন দাস-তাসকিন আহমেদরা। 

২০২৪ সালে ঘরের মাঠ ও বিদেশ মিলিয়ে মোট ২৪টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ১২ জয়ের সাথে আছে ১২টি হার। এর মধ্যে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আট ম্যাচ। যেখানে জিতেছিল মাত্র তিনটিতে। যদিও বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল দল। কিন্তু সুযোগ থাকার পরেও আফগানিস্তানের বিপক্ষে হেরে খেলা হয়নি সেমিফাইনালে। 

বিজ্ঞাপন

বছর শুরু হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে। এরপর জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে সিরিজ হারায় ঘরের মাঠে। তবে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতিমুলক সিরিজটা ২-১ ব্যবধানে হারলে টনক নড়ে বাংলাদেশের। যদিও বিশ্বকাপের মঞ্চে সেসব বাঁধা উৎরাতে পারেনি দল।  

বিশ্বকাপের পর বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে ফেরে  ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে। সেখানেও ছিল দলীয় ব্যর্থতা, হয়েছিল হোয়াইটওয়াশ। তবে শেষটা করল ওয়েস্ট ইন্ডিজকে টানা তিন জয়ে বাংলাওয়াশ করে। 

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর