Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিংসটাউনে ‘জাকের শো’, বাংলাদেশের ১৮৯

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ০৭:৫১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১২:০০

৪১ বলে ৭২* রানের ইনিংস খেলে ম্যাচ সেরা জাকের আলী

পারভেজ হোসেন ইমনের উড়ন্ত শুরু, লিটন দাসের সেট হয়েও বড় ইনিংস খেলতে না পারা, মেহেদী হাসান মিরাজের এক প্রান্ত আগলে রাখা ব্যাটিংয়ের পর কিংসটাউনে হলো জাকের আলী অনিকের ‘ওয়ান ম্যান শো। ডানহাতি এই ব্যাটারের ক্যারিয়ার সেরা ৭২* রানের বিধ্বংসী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে ১৮৯ রান তুলেছে বাংলাদেশ। যা ওয়েস্ট ইন্ডিজের মাঠে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একইসাথে টি-টোয়েন্টিতে বিদেশে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহও এটি।

বিজ্ঞাপন

এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের বিপক্ষে রান তাড়ার ইতিহাস গড়তে হবে ক্যারিবিয়ানদের। বাংলাদেশে বিপক্ষে উইন্ডিজের সর্বোচ্চ রান তাড়া ছিল ১৬৯। ২০২২ সালে প্রভিডেন্সে এই রেকর্ড গড়ে তারা।

সৌম্য সরকারের জায়গায় একাদশে আসা পারভেজ ইমনের শুরুটাও হলো দুর্দান্ত। দুর্দান্ত এক কভার ড্রাইভ, ব্যাকফুট পাঞ্চ, শর্ট লেংথের বলে পুল। তার সাথে লিটনও ব্যাট করছিলেন স্বচ্ছন্দে। দারুণ সব স্ট্রোকপ্লেতে দুজন ওপেনিং জুটিতে তোলেন ৪৪ রান। তবে লিটন ভুগেছেন সেই পুরনো সমস্যাতেই। দুই বল আগে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে চার মেরে আউট হয়েছেন ছটফট করে তুলে মারতে গিয়ে। ১৪ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

লিটন ফিরলেও অন্য প্রান্তে শট খেলতে থাকেন ইমন। তবে আলজারি জোসেফের গতিময় বলে ফ্লিক করতে গিয়ে জাস্টিন গ্রিভসকে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটার। চারটি চার ও দুটি ছক্কায় ২১ বলে ৩৯ রান করেন তিনি। এরপর তানজিদও সুবিধা করতে পারেননি। চারে নেমে মিরাজ খেলেন ২৯ রানের ইনিংস। তার সাথে জাকেরের ৩৭ রানের জুটিতে শুরুর ধকল কাটিয়ে উঠে বাংলাদেশ।

শেষদিকে দেখা গেছে ঘটনাবহুল এক ওভার। ইনিংসের ১৫তম ওভারেই ঘুরেছে বাংলাদেশ আর জাকেরের ভাগ্যের মোড়। রোস্টন চেইজের সেই ওভারের তৃতীয় বলে স্কয়ার লেগে ঠেলে দুই রানের জন্য দৌড়ান জাকের। কিন্তু শামীম পাটোয়ারির সাথে ভুল বুঝাবুঝিতে দুজনই দৌড়ান ব্যাটিং প্রান্তে। নিকোলাস পুরানের থ্রো থেকে নন স্ট্রাইকিং এন্ডের স্টাম্প ভাঙেন চেইজ। প্রাথমিকভাবে মনে হচ্ছিল জাকেরই আউট। মাঠ ছেড়ে ড্রেসিংরুমেও চলে যান তিনি। কিন্তু থার্ড আম্পায়ার রিপ্লে দেখে সিদ্ধান্ত জানান, জাকের যখন ব্যাট গ্রাউন্ড করছেন পপিং ক্রিজে, তখনো হাওয়ায় ভাসানো ছিল শামীমের ব্যাট; আউট হন তিনি।

বিজ্ঞাপন

নতুন জীবন পেয়ে যেন অন্য এক জাকের নামেন মাঠে। ছয় ছক্কা, তিন চারে খেলেন ৪১ বলে ৭২* রানের ক্যারিয়ার সেরা ইনিংস। তানজিম হাসান সাকিবের সাথে গড়েন ২৭ বলে ৫০ রানের ঝড়ো এক জুটি। ৩৬ বলে দ্বিতীয় ফিফটির দেখা পাওয়া জাকের আলজারি জোসেফের করা শেষ ওভারে তিন ছক্কা আর এক চারে তোলেন ২৫ রান।

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর