Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার কাজই তো মারা: শামীম

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৬

প্রায় এক বছর পর জাতীয় দলে শামীম হোসেন পাটোয়ারীর ফেরাটা হলো দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কার্যকারী একটা ইনিংস খেলেছিলেন। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাটে ঝলক দেখিয়ে ম্যাচসেরা পুরস্কারই জিতেছেন।

শামীমের ওই ইনিংসটাই আজ ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিয়েছে ১৪.২ ওভারে ৭২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ। তারপর দলীয় রান ১০০ হয় কিনা শঙ্কা। পিচে বাড়তি সুবিধা পাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। সেই অবস্থায় পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছেন শামীম, সফলও হয়েছেন।

বিজ্ঞাপন

মাত্র ১৭ বলে ২টি করে চার-ছয়ে ৩৫ রান তুলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শামীম, স্ট্রাইকরেট ২০৫.৮৮! পরে বাংলাদেশ ম্যাচও জিতেছে। ম্যাচ শেষে শামীম বলেছেন, ফিনিশিংয়ে ব্যাটিং করতে নামেন বলে তার কাজই বল দেখা আর মারা। এই ধারা অব্যাহত রাখতে চান তরুণ স্পিনিং অলরাউন্ডার।

ম্যাচ শেষে শামীম বলেছেন, ‘কত দিন পর জাতীয় দলে ফিরেছি, তাই খুব ভালো লাগছে। আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি।’

২০২১ সালে জাতীয় দলে ডাক পাওয়া শামীম দলে থিতু হতে পারেননি। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন। প্রথম দুই ম্যাচে তার স্ট্রাইকরেট ছিল দুইশর ওপরে। কিন্তু তারপর যেন খেই হারিয়ে ফেললেন! গত নিউজিল্যান্ড সিরিজে দল থেকে বাদ পরেছিলেন।

শামীম আজ বললেন, বাদ পরলেও সেটা নিয়ে অতো বেশি ভাবেননি তিনি। আবারও যে ফিরে আসবেন সেই আত্মবিশ্বাসটা ছিল। শামীম বলেছেন, ‘আসলে তখন বাদ পরেছিলাম ঠিক, তবে সেসব নিয়ে আমি সত্য কথা ভাবি না। আমি সব সময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকি। আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি। আমি জানতাম যে আমি কামব্যাক করবোই। এটাই ছিল আমার আত্মবিশ্বাস।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

শামীম হোসেন পাটোয়ারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর