Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠ থেকে হাসপাতালে সৌম্য, হাতে পাঁচ সেলাই

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১২:৫১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৯

দীর্ঘ ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। সেই উল্লাসের মধ্যে দুশ্চিন্তা সৌম্য সরকারের ইনজুরি। মাঠ থেকে এম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হয়েছে বাংলাদেশ অলরাউন্ডারকে। তার হাতের আঙ্গুলে পরেছে পাঁচটি সেলাই।

ঘটনা ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সপ্তম ওভারে। স্লিপে ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছেন সৌম্য। বল সরাসরি তার আঙ্গুলে আঘাত হানে। মাঠেই দেখা যায় সৌম্যর আঙ্গুলে ফেটে রক্ত বের হচ্ছে।

বিজ্ঞাপন

মাঠ থেকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এম্বুলেন্সে করে। সেখানে সৌম্যর আঙ্গুলে পাঁচ সেলাই পরেছে বলে জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সৌম্যকে।

বিবৃতিতে বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘সৌম্যের ডান হাতের তর্জনী আঙুল কেটেছে, যেখানে পাঁচটি সেলাই লেগেছে। ম্যাচের পর একটি এক্সরে করানো হয়, তার আঘাত পাওয়া জায়গার হাড় নড়ে গেছে। তার সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।’

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজকে আজ ২৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১২৯ রান তুলেছিল বাংলাদেশ। পরে বাংলাদেশি বোলিং তোপে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ১০২ রানেই। সৌম্য ব্যাট হাতে ১১ রান করেছিলেন।

সারাবাংলা/এসএইচএস

সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর