Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অতিথি পাখি’ হতে আসেননি শামীম

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ২০:০২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:০৬

শামীম হোসেন পাটোয়ারী জাতীয় দলে এসেছিলেন দারুণ সম্ভবনা নিয়ে। ইনিংসের শেষের দিকে দ্রুত রান তুলতে পারার প্রচেষ্টায় শামীম দারুণ কার্যকারী হবেন বলে মনে করা হচ্ছিল। শারীরিক গঠনে ছোটখাটো হলেও তার ব্যাট চালানোর গতি, ব্যাটিং স্টাইল মুগ্ধ করেছিলেন অনেককে। কিন্তু জাতীয় দলে শামীম এখন পর্যন্ত অনেকটা ‘অতিথি পাখি’র মতো!

২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে অভিষেক। তারপর টি-টোয়েন্টি খেলেছেন ২০টি। আর ২০২৩ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর ওয়ানডে খেলেছেন ৪টি। কিন্তু দলে থিতু হতে পারেননি শামীম। দলে ঢুকে কিছু ম্যাচ খেলে ছিটকে পরেছেন, আবার ঢুকেছেন আবার ছিটকে পরেছেন।

বিজ্ঞাপন

দীর্ঘ ১ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবার দলে ফিরেছেন তরুণ স্পিনিং অলরাউন্ডার। শামীম বললেন, ‘অতিথি পাখি’ হতে আসেননি, দলে জায়গা পাকা করার মিশন নিয়েই এসেছেন এবার।

এবারের ফেরাটা বেশ ভালোই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ কার্যকারী একটা ইনিংস খেলেছেন। আগে ব্যাটিং করতে নেমে ৯৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখানে নেমে ৩ ছয়, ১ চারে ১৩ বলে ২৭ রানের একটা ইনিংস খেলে দলকে বলার মতো একটা সংগ্রহ এনে দিয়েছিলেন। সেই পুঁজি নিয়ে পরে ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

আগামীকাল ভোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে শামীম বলছিলেন, ‘কালকের (প্রথম টি-টোয়েন্টি) উইকেটটা স্কোরিং শট খেলার জন্য উপযুক্ত ছিল। যখন আমি উইকেটে যাই, আমার মাথায় প্রথম পরিকল্পনা ছিল স্কোরিং করা। আমি যদি রান করতে পারি, তাহলে দল ভালো অবস্থায় পৌঁছাবে।’

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর দলে ফিরলেও আত্মবিশ্বাস সঙ্গেই ছিল বলেছেন শামীম, ‘আমি এক বছর পর দলে ফিরেছি, এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয়। এই ইনিংসটা আমার জন্য দরকার ছিল, দলের জন্যও দরকার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো কিছু করতে পারব।’

সিরিজে বাংলাদেশ এখন ১-০তে এগিয়ে। বাকি দুই ম্যাচের একটিতে জিততে পারলেই সিরিজ জিতবে টাইগাররা। শামীম বললেন, সেটা খু্বই সম্ভব, ‘আমাদের এখন সিরিজ জেতার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টি-টোয়েন্টি দল, কিন্তু আমরা বিশ্বাস করি আরেকটা ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হয়ে যাবে ইন শা আল্লাহ।’

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শামীম হোসেন পাটোয়ারী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর