Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টি
নাঈমের ফিফটিতে উড়ন্ত রংপুরের তিনে তিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬

৩৫ বলে ৫০ রান করেন রংপুরের নাঈম ইসলাম

টানা তিন জয়ে এনসিএল টি-টোয়েন্টিতে ছুটছে রংপুরের জয়রথ। চট্টগ্রাম ও ঢাকাকে প্রথম দুই ম্যাচে হারিয়ে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটকে পাঁচ উইকেটে হারিয়ে তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল দলটি। সিলেটের দেয়া ১২১ রানের ছোট লক্ষ্য রংপুর পেরিয়ে গেছে নাঈম ইসলামের ঝড়ো ফিফটিতে। 

রান তাড়ায় নেমে ৩৫ রানে দুই ওপেনার তানবীর হায়দার ও চৌধুরি রিজওয়ানকে হারায় সিলেট। তিন নম্বরে নেমে নাঈম শুরু করেন পাল্টা আক্রমণ। আবদুল্লাহ আল মামুনের সাথে গড়েন ৬২ রানের জুটি। চারটি ছক্কায় ১২ বলে ২৯ রানে ক্যামিও খেলে মামুন ফিরলেও নাঈম ঠিকই তুলে নেন ফিফটি। ছয়টি চার ও একটি ছক্কায় ৩৫ বলে ৫০ রান করে উইকেট দিয়েছেন এবাদত হোসেনকে। তবে দলকে রেখে গেছেন নিরাপদ অবস্থানে। 

বিজ্ঞাপন

টস হেরে ব্যাট করতে নামা সিলেটের টপ অর্ডার ব্যাটাররা আজ ব্যর্থ। ওপরের দিক থেকে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস এসেছে জিশান আলমের ব্যাট থেকে। এরপরের টানা পাঁচ ব্যাটার ফিরেছেন সিংগেল ডিজিটে। সিলেটের স্কোরকার্ড সুশ্রী হয়েছে তোফায়ে আহমেদের ফিফটিতে। সাত নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৫১ রান করেন পাঁচটি ছক্কা ও তিনটি চারে। 

সারাবাংলা/জেটি

এনসিএল টি-টোয়েন্টি নাঈম ইসলাম

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর