Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডে নিষিদ্ধ ‘বোলার’ সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ২২:২৮ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৯

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য ইংল্যান্ডে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান

প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ার। বিশ্বজুড়ে খেলে বেড়ান নানান ফ্র্যাঞ্চাইজি লিগেও। কিন্তু কখনোই বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নের মুখে পড়েননি সাকিব আল হাসান। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় প্রথমবারের মতো নিষিদ্ধ হলেন এই বাঁহাতি স্পিনার। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিষিদ্ধ করেছে বাংলাদেশের এই সাবেক অধিনায়ককে। বল করতে পারবেন না ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায়।

বিজ্ঞাপন

ইংল্যান্ডে গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি খেলতে যান সাকিব। সমারসেটের বিপক্ষে চারদিনের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৬৩ ওভার বল করে ৯ উইকেট নেন তিনি। সমারসেটের কাছে সারের সেই হারা ম্যাচের পর তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। আম্পায়ারদের দেয়া রিপোর্টের ওপর ভিত্তি করে গত ০২ ডিসেম্বর সাকিবকে ইসিবি থেকে ডাকা হয় বোলিং অ্যাকশনের জন্য পরীক্ষা দিতে। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে পরীক্ষা দিয়েছেন সাকিব। গত ১০ ডিসেম্বর হাতে পাওয়া সেই পরীক্ষার ফলাফলে সাকিবের বোলিংয়ে ত্রুটি পেয়েছে ইসিবি। সেদিন থেকেই ইংল্যান্ডে বোলিংয়ের ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন সাকিব। যদিও তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসে প্রায় মাসখানেক পর। 

লাফবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে দেয়া পরীক্ষায় চার ওভার বল করেছেন সাকিব। নিয়মানুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কনুই ১৫ ডিগ্রীর বেশি বেঁকে গেলে সেই বোলারের অ্যাকশনকে ত্রুটিপূর্ণ ধরা হয়। যেহেতু সাকিব নিষিদ্ধ হয়েছেন, সেক্ষেত্রে বলা যায় ডেলিভারির সময় তার কনুই ১৫ ডিগ্রীর চেয়ে বেশিই বেঁকেছে। যদিও এখনো জানা যায়নি তার কনুই ঠিক কত ডিগ্রী বাঁকা হয়েছে পরীক্ষায়। 

বোলার সাকিব আপাতত নিষিদ্ধই থাকছেন ইংল্যান্ডে। তবে অন্য কোথাও বল করতে কোনো বাধা নেই। ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে ইংল্যান্ডের বাইরের স্বাধীন কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উতড়াতে পারলে সেটা বিবেচনা করে দেখবে ইসিবি। তবে নিষেধাজ্ঞা যে উঠিয়ে নেওয়া হবে, সেই নিশ্চয়তা মেলেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

ইসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর