Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যাজলউডকে ফিরিয়ে গ্যাবা টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩

তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ব্রিজবেনের গ্যাবায় অনুষ্ঠেয় এই টেস্টে অজিদের একাদশে চোট কাটিয়ে ফিরেছেন পেসার জশ হ্যাজলউড। বাদ পড়েছেন আরেক পেসার স্কট বোল্যান্ড।

পার্থে সিরিজের প্রথম টেস্টের পর সাইড স্ট্রেইনের চোটে পড়েন হ্যাজলউড। চোট না সারায় খেলতে পারেননি অ্যাডিলেডের দিবারাত্রির দ্বিতীয় টেস্টে। তার জায়গায় একাদশে জায়গা পান স্কট বোল্যান্ড। তবে তৃতীয় টেস্টের আগে চোট সেরে ওঠায় সরাসরি একাদশেই ফিরলেন ডানহাতি পেসার হ্যাজলউড।

বিজ্ঞাপন

বোল্যান্ডের বাদ পড়াকে দুর্ভাগ্যজনক বলেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল জানিয়ে কামিন্স বলেন, ‘সিদ্ধান্তটা নিঃসন্দেহে কঠিন ছিল, বিশেষত অ্যাডিলেডে অমন বোলিংয়ের পর। দুর্ভাগ্যজনকভাবে গত ১৮ মাসের বেশিরভাগ সময়ই বোল্যান্ড সাইডবেঞ্চে বসে ছিল। কিন্তু যখনই সুযোগ পেয়েছে নিজের সেরাটা দিয়েছে।’

আগামীকাল (১৪ ডিসেম্বর, শনিবার) বাংলাদেশ সময় সকাল ৬.২০ মিনিটে শুরু হবে গ্যাবা টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতায় আছে দুই দল।

অস্ট্রেলিয়া একাদশ : উসমান খাওয়াজা, নাথাব ম্যাকসোয়েনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

সারাবাংলা/জেটি

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডার-গাভাস্কার ট্রফি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর