Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিভৃতেই শেষ হলো চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:১৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৪

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া প্লাজার ঠিক সামনে বানানো একটা মঞ্চে টিয়া রঙ কার্পেটের একটা পোডিয়াম। ছোট্ট সেই পোডিয়ামের মাঝে রাখা হলো কাঁচ ঘেরা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। চ্যাম্পিয়নস ট্রফির বিশ্ব ভ্রমণের বাংলাদেশ অংশ আজ (শুক্রবার, ১৩ ডিসেম্বর) শেষ হলো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এবং সেটা হলো বেশ নীরবে-নিভৃতেই।

বিসিবির মিডিয়া বিভাগ থেকে আগেই জানানো হয়, কেবল মিডিয়াকর্মী, বিসিবির কর্মকর্তা, সাবেক ও বর্তমান ক্রিকেটাররাই অংশ নিতে পারবেন মিরপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনীতে। তবে এদিন দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রদর্শনীতে আসেননি কোনো সাবেক কিংবা বর্তমান ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজে। 

বিজ্ঞাপন

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা

এ ছাড়া সিলেটে চলমান এনসিএল টি-টোয়েন্টিতে ব্যস্ত তামিম ইকবাল-নাজমুল হোসেন শান্তসহ বেশিরভাগ স্থানীয় ক্রিকেটার। নারী ক্রিকেটাররা দেশে থাকলেও তাদের কারো দেখাই মিলেনি মিরপুরে। তবে ট্রফি দেখতে আসেন সম্প্রতি যুব এশিয়া কাপ জেতা অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটার কালাম সিদ্দিকি অ্যালিন। 

বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে সাংবাদিকদের সংখ্যাও ছিল তুলনামূলক কম।  

আজই ঢাকা ছেড়ে যাওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফির। আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকবে ট্রফিটি। এরপর ক্রমান্বয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে ভারত পৌঁছাবে আগামী ১৫ জানুয়ারি। 

বিজ্ঞাপন

গত সোমবার (০৯ ডিসেম্বর) বাংলাদেশে এসে পৌঁছানোর এক দিন পর চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর গত বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে সকাল ১০টা থেজে দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল ট্রফির প্রদর্শনী। গতকাল ( ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার) রাজধানীর পান্থপথস্থ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি দেখতে পেরেছেন সাধারণ দর্শনার্থীরা।  

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর