Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপর্যয়ের মুখে মাহমুদউল্লাহ-সাকিবের লড়াই, বাংলাদেশ ২২৭

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ২৩:১০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ০২:৪৬

ওপেনার সৌম্য সরকার ও তিনে নামা লিটন দাস আজও রান পাননি। আগের ম্যাচে দলের বিপদে হাফ সেঞ্চুরি করা ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজও আজ ব্যর্থ। ৫৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ সপ্তম উইকেট হারিয়েছে ১১৫ রানে। সেখান থেকে দলকে দুইশর ওপারে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

পেসার তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ৯২ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। এই জুটিতে শেষ পর্যন্ত বলার মতো একটা স্কোর দাঁড় করাতে পেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ২২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ ৯২ বলে ৬২ রান করেছেন। তানজিম হাসান সাকিব নয় নম্বরে নেমে ৬২ বলে ৪৫ রান করেন। আর শুরুতে ওপেনার তানজিম হাসান তামিম ৩৩ বলে ৪৬ রানের ঝকঝকে একটা ইনিংস খেলেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। এমন ব্যাটিং পিচে ক্যারিবিয়ান অধিনায়কের সিদ্ধান্ত আশ্চর্য করেছে অনেককেই। তবে সিদ্ধান্তের যথার্থতার প্রমাণ করেছেন ক্যারিবিয়ান বোলাররা।

আগের ম্যাচে দারুণ এক ফিফটি পাওয়া তানজিদ হাসান তামিম প্রান্ত থেকে দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। কিন্তু অপর প্রান্তে উইকেট পরেছে নিয়মিত। সৌম্য সরকার ৫ বলে ২ রান করে ফিরেছেন। আগের ম্যাচে ‘আত্মহুতি’ দেওয়া লিটন দাস আজও শোধরাতে পারেননি। ফিরেছেন ১৯ বল খেলে ৪ রান করে। খানিক বাদে চার নম্বরে নামা মেহেদি হাসান মিরাজও ফিরলে ৫৪/৩ হয়ে পরে বাংলাদেশ। দলীয় ৬৪ রানের মাথায় ৩৩ বলে ৪টি চার ২টি ছয়ে ৪৬ রান করে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম।

বিজ্ঞাপন

খাদের কিনারা থেকে এরপর বাংলাদেশের ইনিংস মেরামতের কাজটা এগিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে কার্যকর একটা জুটি গড়েন। আফিফ অবশ্য আজও সেট হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ, ফিরেছেন ২৯ বলে ২৪ রান করে।

এরপর গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা জাকের আলী অনিক (৩) ও লেগস্পিনার রিশাদ হোসেন (০) সঙ্গ দিতে পারেননি মাহমুদউল্লাহকে। তবে তরুণ পেসার তানজিম হাসান সাকিব আজ দুর্দান্ত ব্যাটিং করেছেন। অষ্টম উইকেটে ৯২ রানের জুটিতে সাকিবের অবদান ৬২ বলে ৪৫। এই রান করতে সাকিব চার হাঁকিয়েছেন ৪টি, ছক্কা ২টি। ৪৫তম ওভারে ৯২ বলে ২টি চার ৪টি ছয়ে ৬২ রান করে ফিরেছেন মাহমুদউল্লাহ। ৪৬তম ওভারে গুটিয়ে গেছে বাংলাদেশ। শেষ দিকে ৮ বলে ১৫ রান করেছেন পেসার শরিফুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর