Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দেখা যাবে ৫০ টাকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ২১:৪১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ০৩:৫৮

বিপিএলের আগে একটা ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজনের দাবি অনেক পুরনো। বিপিএলের দেশি-বিদেশী বড় বড় তারকা ক্রিকেটারদের মিলনমেলা বসে। তার আগে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করলে লোকাল ক্রিকেটারদের বিপিএলে মানিয়ে নিতে সুবিধা হয়, দাবির পক্ষে এমন যুক্তি দেওয়া হয়। এবার সেই দাবি পুরন হতে যাচ্ছে। বিপিএলের আগে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করতে যচ্ছে বিসিবি।

আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। তার পাঁচ দিন পরই মাঠে গড়াবে বিপিএল। এদিকে, এনসিএল টি-টোয়েন্টি নিয়েও বিসিবির আয়োজন কম নয়। টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করা হবে টিভিতে। পুরো টুর্নামেন্ট দেখা যাবে টি-স্পোর্টসে। মাঠে বসে খেলা দেখতে হলে টিকিট কাটতে হবে। সর্বনিম্ন টিকিটমূল্য ৫০ টাকা।

বিজ্ঞাপন

এনসিএল টি-টোয়েন্টির পুরো আসরটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্টেডিয়ামের গ্যালারিতে বসে টুর্নামেন্টের ম্যাচগুলো দেখতে টিকিটমূল্য ধরা হয়েছে ৫০ টাকা। ক্লাব হাউজের টিকিটমূল্য ১০০ টাকা। আর গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখতে ৩০০ টাকা টিকিট কাটতে হবে।

এবারের এনসিএল টুর্নামেন্টে অংশ নিবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। বিপিএলের বড় প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে টুর্নামেন্টটিকে।

সারাবাংলা/এসএইচএস

এনসিএল টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর