Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেভাবে উড়ন্ত ভারতকে মাটিতে নামিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ২২:৫৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২৭

দুবাই থেকে সু-সংবাদ বয়ে এনেছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। যুব এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করে ১৯৮ রানের স্কোর গড়া বাংলাদেশ পরে বোলিংয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে নাচিয়েছে। মাত্র ১৩৯ রানে গুটিয়ে দিয়ে ৫৯ রানে ফাইনাল জিতেছে বাংলাদেশ।

যুব এশিয়া কাপে এই ভারতের রীতিমতো রাজত্ব। এখন পর্যন্ত ১২বার অনুষ্ঠিত হলো যুব এশিয়া কাপ। তার মধ্যে ভারত একাই জিতেছে আটবার। এবারের টুর্নামেন্টেও উড়ছিল ভারতীয়রা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারার পর থেকে প্রতিপক্ষকে স্রেফ দুমড়ে-মুচড়ে দিয়ে ফাইনালে এসেছিল ভারত। সেমিফাইনাল ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে দাঁড়াতেই দেয়নি ভারত অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে দল পাওয়া ভৈরব সূর্যবংশীসহ ভারতের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ছিলেন দুর্দান্ত ফর্মে। এই ভারতকে আজ ফাইনালে উড়িয়ে দিল বাংলাদেশ, কিভাবে?

বিজ্ঞাপন

ম্যাচ শেষে ভারত বধের পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বলেছেন স্কোর ১৯৮ হলেও আত্মবিশ্বাসী ছিল তার দল। কারণ দলের পেসাররা আছেন দুর্দান্ত ফর্মে। ভারতীয় ব্যাটারদের চতুর্থ ও পঞ্চম স্ট্যাম্পকে লক্ষ করে বোলিং করার পরিকল্পনা করেছিল বাংলাদেশ। সাফল্য মিলেছে তাতেই।

ম্যাচ শেষে আজিজুল হাকিম তামিম বলেন, ‘ভারতের ব্যাটসম্যানরা অফসাইডে একটু লড়াই করছিল। বিশেষ করে চতুর্থ বা পঞ্চম স্টাম্প বরাবর বলে। পরিকল্পনা ছিল, অফসাইডে বোলিং করে তাদের ঝামেলায় ফেলা। অল্প রানে আটকে গেলেও আত্মবিশ্বাসী ছিলাম। আমি জানতাম, আমার বোলাররা কী করতে পারে।’

বিজ্ঞাপন

যুব এশিয়া কাপে গতবারও শিরোপা জিতেছিল বাংলাদেশ।  এবার টানা দ্বিতীয় শিরোপা ধরা দিলো। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে যুব এশিয়া কাপে একের অধিক শিরোপা জিতল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই অনেক খুশি আজিজুল হাকিম তামিম।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ লড়াইয়ে আজ আলাদা করে নজড় কেড়েছেন বাংলাদেশি সমর্থকরা। গ্যালারী থেকে তামিমদের সমর্থনে গলা ফাটিয়েছেন বাংলাদেশি সমর্থকরা। শিরোপা জয়ে সমর্থকদের স্মরণ করলেন আজিজুল হাকিম তামিম।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘খুব ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। আমরা সবাই খুব খুশি। আমাদের সব সমর্থক এবং বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ।’

সারাবাংলা/এসএইচএস

আজিজুল হাকিম তামিম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর