Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে গুঁড়িয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৯

শিরোপা নির্ধারনী লড়াইয়ে আগে ব্যাটিং করে ১৯৮ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রতিপক্ষ ভারতের মতো শক্ত দল বলে এই সংগ্রহকে খুব বেশি নিরাপদ মনে হচ্ছিল না। কিন্তু পরে বাংলাদেশি যুবারা বোলিং করলেন তাক লাগানো। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ভারতকে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। এই বাংলাদেশই শেষ পর্যন্ত এশিয়ার সেরা।

যুব এশিয়া কাপের ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১৩৯ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ৫৯ রানের জয় নিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশের তরুণরা। গত বছরও শিরোপা জিতেছিলেন জুনিয়র টাইগাররা। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে একের অধিক যুব এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ।

বিজ্ঞাপন

গত বছর ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল বাংলাদেশ, এবার হারাল ফাইনালে। শক্তিশালী ভারত এই টুর্নামেন্টে সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে।

এবারের যুব এশিয়া কাপটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আজ রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯৮ রানের পুঁজি নিয়ে ভারতের মতো ব্যাটিং শক্তিশালী দলের বিপক্ষে জিততে হলে শুরুতেই উইকেট তুলে নিতে হতো বাংলাদেশকে। বাংলাদেশি যুবারা সেটা পেরেছেনও।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট এনে দেন আল ফাহাদ। দলীয় ২৪ রানের মাথায় সবচেয়ে বড় হুমকি ভৈরব সূর্যবংশীকে ফেরান মারুফ মৃধা। ‘কিশোর’ বয়সেই আইপিএলের দল পাওয়া ভৈরব ৭ বলে ৯ রান করেই আজ আউট। ৪৪ রানের মাথায় ভারতের তৃতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর কেপি কার্তিকেয়াকে নিয়ে ভারতকে টানছিনে অধিনায়ক মোহাম্মদ আমান। আমান অবশ্য ইনিংসের শেষভাগ পর্যন্ত লড়েছেন। কিন্তু অপরপ্রান্ত থেকে টপাটপ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা।

বিজ্ঞাপন

৪৩ বলে ২১ রান করা কার্তিকেয়াকে উইকেটের পেছনে ক্যাচ বানান ইকবাল হোসেন ইমন। এর আগে ৩৫ বলে ২০ রান করা সিদ্ধার্থকে ফিরিয়েছেন রিজান হোসেন। ৩ উইকেটে ৭৩ রান তোলা ভারত শেষ ৭ উইকেট হারিয়েছে ৬৬ রানের ব্যবধানে।

অধিনায়ক আমান উইকেট কামড়ে পরে ছিলেন বলে শেষ দিকে একটা ঝড় তোলার চেষ্টা করছিলেন হার্দিক রাজ। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এই দুজনকে ফিরিয়ে ভারতের কোমড় ভেঙে দেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা তামিম আজ ফাইনালে রান পাননি। তবে বল হাতে দুর্দান্ত ভূমিকা রেখেছেন বাংলাদেশ অধিানায়ক। ভারত শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে গুটিয়ে গেছে ১৩৯ রানে। হার্দিক রাজ নয় নম্বরে ব্যাটিং করতে নেমে ২১ বলে ২৪ রান করে আউট হয়েছেন।

বাংলাদেশের পক্ষে আজিজুল হাকিম তামিম মাত্র ২.২ ওভার বোলিং করে ৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমনও। ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন আল ফাহাদ।

এর আগে ‘দশে মিলে করি কাজ’ পন্থায় এগিয়ে বলার মতো একটা সংগ্রহ গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপা ধরে রাখার মিশনে শক্তিশালী ভারতের বিপক্ষে টস হেরে আজ আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

ফর্মে থাকা ওপেনার কালাম সিদ্দিকি ১৩ বলে ১ রান করে আউট হয়েছেন। টুর্নামেন্টজুড়ে দারুণ ফর্মে থাকা অধিনায়ক আজিজুল হাকিম তামিমও আজ শিরোপা নির্ধারনী ম্যাচে নিস্প্রভ। ২৮ বল খেলে ১৬ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে অপর ওপেনার জাওয়াদ আবারও ফিরলে ৬৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

 সেখান থেকে মিডল অর্ডারের দুই ব্যাটার শিহাব জেমস ও রিজান হোসেন শক্ত একটা জুটি গড়েন। থিতু হয়েও দুজনই অবশ্য বড় ইনিংস না খেলতে পারার আক্ষেপ নিয়ে ফিরেছেন। ৬৭ বল খেলে ৩ চার ১ ছয়ে ৪০ রান করে ফিরেছেন শিহাব জেমস। ৬৫ বল খেলে ৩ চারের সাহায্যে ৪৭ রান করে ফিরেছেন রিজান হোসেন। শেষ দিকে ৪৯ বলে ৩টি চারের সাহায্যে ৩৯ রান করেন ফরিদ হাসান।

সারাবাংলা/এসএইচএস

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যুব এশিয়া কাপ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর