Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া জয়ের মিশনে বাংলাদেশের পুঁজি ১৯৮

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৪১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩৩

শুরুটা ভালো হয়নি। ওপেনার কালাম সিদ্দিকি ও দুর্দান্ত ফর্মে থাকা আজিজুল হাকিম তামিম শিরোপা নির্ধারতি ম্যাচে সুবিধা করতে পারেননি। তবে ইনিংসের মাঝের দিকে প্রতিরোধ গড়ে তুলেছিলেন শিহাব জিসান, রিজান হোসেনরা। শেষের ব্যাটারদের নিয়ে  কার্যকারী একটা ইনিংস খেললেন উইকেটকিপার ফরিদ হাসান। সব মিলিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে বলার মতো একটা স্কোর দাঁড় করাতে পেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বিজ্ঞাপন

টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ যুব দল ৪৯.১ ওভারে গুটিয়ে গেছে ১৯৮ রানে। সর্বোচ্চ ৪৭ রান করেছেন রিজান হোসেন। ৪০ রান করেছেন শিহাব। প্রতিযোগীতাটা অনূর্ধ্ব-১৯ দলের সে হিসেবে এই সংগ্রহকে ছোট বলার সুযোগ নেই। তবে প্রতিপক্ষ যখন ভারত এবং দলটা যেমন ফর্মে আছে সে হিসেবে ‘শক্ত পুঁজি’ বলাও কঠিন!

যুব এশিয়া কাপে ভারতকে বলা যেতে পারে ‘সম্রাট’! এখন পর্যন্ত যুব এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে ১১ বার, তার মধ্যে ভারত শিরোপা জিতেছে আটবার! গত বছর প্রথমবার যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে শক্তিশালী ভারতের বিপক্ষে টস হেরে আজ আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

ফর্মে থাকা ওপেনার কালাম সিদ্দিকি ১৩ বলে ১ রান করে আউট হয়েছেন। টুর্নামেন্টজুড়ে দারুণ ফর্মে থাকা অধিনায়ক আজিজুল হাকিম তামিমও আজ শিরোপা নির্ধারনী ম্যাচে নিস্প্রভ। ২৮ বল খেলে ১৬ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে অপর ওপেনার জাওয়াদ আবারও ফিরলে ৬৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

 সেখান থেকে মিডল অর্ডারের দুই ব্যাটার শিহাব জেমস ও রিজান হোসেন শক্ত একটা জুটি গড়েন। থিতু হয়েও দুজনই অবশ্য বড় ইনিংস না খেলতে পারার আক্ষেপ নিয়ে ফিরেছেন। ৬৭ বল খেলে ৩ চার ১ ছয়ে ৪০ রান করে ফিরেছেন শিহাব জেমস। ৬৫ বল খেলে ৩ চারের সাহায্যে ৪৭ রান করে ফিরেছেন রিজান হোসেন। শেষ দিকে ৪৯ বলে ৩টি চারের সাহায্যে ৩৯ রান করেন ফরিদ হাসান।

সারাবাংলা/এসএইচএস

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর