Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ হারের পর শেষ ম্যাচের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২২

তৃতীয় ম্যাচেও অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইতোমধ্যে টানা দুই হারে সিরিজও খুইয়ে বসেছেন নিগার সুলতানা জ্যোতিরা। হোয়াইটওয়াশ এড়ানোর শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 

শেষ ম্যাচের স্কোয়াডে আসেনি কোনো পরিবর্তন। অর্থাৎ প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডই থাকছে তৃতীয় ও শেষ ম্যাচের জন্য। এর আগে আইরিশদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার দিনই প্রথম টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হয়েছিল। 

বিজ্ঞাপন

তৃতীয় ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুরশিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাই: দিশা বিশ্বাস, শামীমা সুলতানা ও শারমিন সুলতানা।

সারাবাংলা/জেটি

বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর