Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিপুকে হারিয়ে একশ পেরুলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ২২:২৪

অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাব দিতে নেমে বেশ ভালোই এগুচ্ছে বাংলাদেশ। আজ টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র একটা উইকেট হারিয়েছে সফরকারীরা। তরুণ শাহাদাত হোসেন দিপু ফিরেছেন কেমার রোচের বলে। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের দলীয় স্কোর একশ পেরিয়েছে।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ১০৫/৩। ৩৮ রানে অপরাজিত মুমিনুল হক। তার সঙ্গে ২১ রানে ব্যাট করছেন লিটন দাস।

বিজ্ঞাপন

রোববার (২৪ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। অপরাজিত ছিলেন মুমিনুল হক (৭) ও শাহাদাত হোসেন দিপু (১০)। আজ দিনের প্রথম ঘণ্টায় ক্যারিবিয়ান বোলারদের তেমন কোনো সুযোগই দেননি দুজন।

অনেকটা মাটি কামড়ে উইকেটে পরে থাকতে চেয়েছেন। কিন্তু দলীয় ৬৬ রানের মাথায় শাহাদত হোসেন দিপুর মনোযোগ হয়ত খানিকটা বিচ্ছিন্ন হয়ে গেল! কেমার রোচের করা অফস্ট্যাম্পের বাইরের ডেলিভারিটা খেলতে পা ঠিক জায়গায় নিতে পারেননি দিপু। পা বাড়িয়ে খেলতে গেলেন। কিন্তু তাতে ব্যালেন্স ঠিক থাকল না। বল দিপুর ব্যাটের কানায় চুমু দিয়ে জমা পরে স্লিপে দাঁড়ানো কেভম হজের হাতে। দিপুর ৭১ বলে ১ চারে ১৮ রানের ধর্যশীল ইনিংসটার সমাপ্তি ঘটেছে সেখানে।

এরপর লিটন দাস এসে সাবলীল ব্যাটিং করেছেন। মুমিনুল-লিটন প্রথম সেশনে আর বিপদ হতে দেননি। আজ দিনের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৫ রান। তাতে আরও ৩৪৫ রানে পিছিয়ে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম সেশনের খেলা শেষ হওয়ার সময় ৯৮ বলে ২টি চারের সাহায্যে ৩৮ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক। ৩৮ বলে ২ চারে ২১ রানে অপরাজিত লিটন দাস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর