Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজে ‘নতুন বাংলাদেশ’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৯:০০ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ২২:৩৭

প্রায় এক মাসের সফরে ওয়েস্ট ইন্ডিজে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই টেস্টের সিরিজ দিয়ে শুরু হবে সফরটা। পরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আগামীকাল দুই ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। ৩০ তারিখ থেকে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা জ্যামাইকার সাবিনা পার্ক স্টেডিয়ামে। এই সিরিজে বাংলাদেশ হাজির হচ্ছে অনেকটা নতুন রূপে!

বিজ্ঞাপন

পঞ্চপাণ্ডবের কেউই থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। তামিম ইকবাল অনেকদিন যাবত জাতীয় দলের বাইরে। সাকিব আল হাসানও সম্প্রতি টেস্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন। সিনিয়রদের মধ্যে খেলার মতো ছিলেন কেবল মুশফিকুর রহিম। কিন্তু এই সিরিজের আগে ইনজুরিতে পরেছেন মুশফিকও। ফলে সিনিয়রদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলবে বাংলাদেশ।

এই সিরিজের আগে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাচ্ছে না বাংলাদেশ। কুঁচকিতে চোট পেয়ে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেকটা ‘নতুন’ বাংলাদেশ।

মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর বদলে দুই ক্রিকেটারকে স্কোয়াডে সংযুক্ত করেছে বাংলাদেশ। মুশফিকের জায়গা নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে আর শান্তর জায়গায় শাহাদাত হোসেন দীপুকে। শান্তর ব্যাটিং পজিশন তিন নম্বরে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে দুই দিনের প্রস্তুতি ম্যাচে শাহাদাত হোসেনকে ব্যাটিং করানো হয়েছে চার নম্বরে। তিনে নেমেছিলেন মুমিনুল হক। চারে নেমে অবশ্য খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি শাহাদাত। তবে তার ২৫ বলে ৩০ রানের স্কোরটি বেশ আত্মবিশ্বাসী লেগেছে।

বিজ্ঞাপন

মুশফিকুর রহিমের জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কনকে স্কোয়াডে ঢুকলে জাকের আলী অনিকের সঙ্গে তার প্রতিযোগীতা জমে উঠেছে। জাকের আগে থেকেই ছিলেন স্কোয়াডে। এখন মাহিদুল ইসলাম ও জাকেরের মধ্যে একজনকে নেওয়া হবে মুশফিকের জায়গায়। প্রস্তুতি ম্যাচে দুজনেই রান পাওয়াতে একটা ‘মধুর সমস্যা’তেও পরেছে টিম ম্যানেজমেন্ট। কাকে রেখে কাকে নেওয়া হবে সেই বিড়ম্বনা! প্রস্তুতি ম্যাচে ছয় নম্বরে নেমে ১১০ বলে ৪৮ রান করেছেন জাকের আলী। মাহিদুল ইসলাম সাতে নেমে ৮৭ বলে করেছেন ৪১ রান। দুজনেই স্বেচ্ছায় ক্রিজ ছেড়েছিলেন।

এদিকে, পেস বিভাগেও পরিবর্তন আসছে। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে দেখা যেতে পারে। এই দুজনের একজনও বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াডে ছিলেন না। প্রস্তুতি ম্যাচে বেশ ভালো বোলিং করেছেন তাসকিন-শরিফুল।

সারাবাংলা/এসএইচএস

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বাংলাদেশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর