ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলে বাংলাদেশের ‘সমস্যা’ বাড়ালেন জাকের-মাহিদুল!
১৮ নভেম্বর ২০২৪ ১৫:৫০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৫:৫৯
কদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে দুই দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিংটা মন্দ হয়নি। প্রথম দিনে ২৫৩ রান তুলেছে সফরকারীরা। পরে শেষ বিকেলে দুই ওভার বোলিং করেই প্রতিপক্ষের একটা উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বাছাইকৃত একাদশ। ম্যাচে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। আগে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। তবে মিডল অর্ডারে রান পেয়েছেন জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কনরা। মুমিনুল হক সৌরভও রান পেয়েছেন।
জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের রান পাওয়াতে টিম ম্যানেজমেন্ট হয়ত একটা ‘মধুর সমস্যা’য়ও পরল! চোটের কারণে এই সিরিজে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। তার জায়গায় একাদশে জাকের আলী অনিক বা মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্য থেকে একজনকে বিবেচনা করার কথা। সম্প্রতি দুজনের ফর্ম যেমন তাতে দু’জনই সমান মেরুতে। ফলে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সটা ভূমিকা রাখার কথা। কিন্তু প্রস্তুতি ম্যাচে দুজনই রান পেয়ে ‘সমস্যা’ বাড়ালেন!
ছয়ে নেমে জাকের আলী ৪৮ রান করেছেন, সাতে নেমে মাহিদুল ইসলাম অঙ্কন করেছেন ৪১ রান। পঞ্চম উইকেট জুটিতে ৮১ রান তুলেছেন দুজন। দুজনের একজনও আউট হননি, অন্যদের ব্যাটিং করার সুযোগ দিতে স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন। এছাড়া মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে ৩১ রান।
প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনিং জুটি টিকেছে মাত্র ৫.২ ওভার। ৮ রান করে ফেরেন মাহমুদুল হাসান জয়। আরেক ওপেনার জাকির হাসান (১৫) ফিরেছেন ইনিংসের দশম ওভারে। তৃতীয় উইকেট জুটিতে বলার মতো একটা জুটি গড়েন মুমিনুল হক সৌরভ ও শাহাদাত হোসেন দিপু। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটে ডাক পাওয়া শাহাদাত ৩০ বলে ২৫ রান করে জাস্টিন গ্রেভসের বলে বোল্ড হয়েছেন। মুমিনুল ফিরেছেন ৩১ রান করে।
বাংলাদেশ ১০১ রানে হারায় চতুর্থ উইকেট। তারপর দারুণ একটা জুটি গড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী। স্বেচ্ছায় মাঠ ছাড়ার আগে ১১০ বল খেলে ৪টি চার ১টি ছয়ে ৪৮ রান করেন জাকের। এর চার ওভার পর মাহিদুল ইসলাম অঙ্কন ৮৭ বল খেলে ৪টি চার ১টি ছয়ে ৪১ রান করে মাঠ ছাড়েন। মাঝে ৩১ রান করে মাঠ ছেড়েছেন লিটন দাসও।
শেষ বিকেলে ইনিংস ঘোষণা করে মাত্র ২ ওভার বোলিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তাতেই এক উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ।
উল্লেখ্য, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২২ নভেম্বর।
সারাবাংলা/এসএইচএস