৯ ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা
১৫ নভেম্বর ২০২৪ ১৬:২০ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৬:২২
২০১৮ সালের আইন অনুযায়ী ৯টি ফেডারেশনের বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া সংস্থা। নতুন অ্যাডহক কমিটি পেয়েছে হকি, ব্রিজ, অ্যাথলেটিকস, স্কোয়াশ, টেনিস, কাবাডি, বিলিয়ার্ড ও স্নুকার, বাস্কেটবল ও দাবা ফেডারেশন। এই ফেডারেশনগুলোতে ফিরেছেন সাবেক অনেক ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়েরা।
১৪ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলামের সাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন ফেডারেশনে সংস্কারের উদ্দেশ্যে পুরোনো কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠনের জন্য ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয় গত ৩০ আগস্ট। ফুটবল, ক্রিকেট ও অলিম্পিক অ্যাসোসিয়েশন ছাড়া ৫২টি ফেডারেশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়–কর্মকর্তা, কোচ, রেফারিদের সঙ্গে আলোচনা করার পর এই ৯টি ফেডারেশনের কমিটি সুপারিশ করেছে সার্চ কমিটি। প্রায় সপ্তাহ তিনেক পর্যালোচনার পর নতুন কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া সংস্থা।
দাবা ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাবেক খেলোয়াড় সৈয়দ সুজাউদ্দিন। সাধারণ সম্পাদক ফিদে মাস্টার তৈয়বুর রহমান সুমন। ১৪ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটিতে পুরনো মুখ কেবল সহ-সভাপতি রিয়াজ আলম। অ্যাথেলটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক তারকা অ্যাথলেট শাহ আলম। আগের কমিটিতেও তিনি এই পদে দায়িত্ব পালন করেছেন।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসানকে (অব.)। সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কমিটিতে আছেন আবু জাফর তপন, শান্টা, শহীদুল্লাহ দোলনের মতো সাবেক খেলোয়াড়রাও।
টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন এক যুগ ক্রীড়াঙ্গন থেকে দূরে থাকা ইসতিয়াক আহমেদ। সভাপতি হয়েছেন আব্দুল হাই শিকদার। ১৯ সদস্যের কমিটিতে সাবেক খেলোয়াড়, সংগঠকদের সাথে রয়েছেন ব্যবসায়ী-পৃষ্ঠপোষকও।
সাধারণ সম্পাদক পদে অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল কামরুল ইসলামকেই রেখে দিয়েছে স্কোয়াশ ফেডারেশন। ব্রিজ ফেডারেশনের এই পদে এনএসসি রেখেছে নাইমূল হাসানকে রেখেছে। জাতীয় খেলা কাবাডির সাধারণ সম্পাদক হয়েছেন আগের কমিটির যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ।
বিলিয়ার্ড-স্নুকারে সভাপতি মনোনীত হয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন। সাধারণ সম্পাদক রিয়াসাত করিম ভুঁইয়া। বাস্কেটবল ফেডারেশনের সভাপতি করা হয়েছে সাবেক খেলোয়াড় ডাক্তার শামীম নেওয়াজকে ও সাধারণ সম্পাদক সাবেক খেলোয়াড়-কোচ মেজর জেনারেল আতিকুল হাফিজ। বাস্কেটবলে সদস্য হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
সারাবাংলা/জেটি
অ্যাথলেটিকস ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ কাবাডি ফেডারেশন বাংলাদেশ দাবা ফেডারেশন