সাকিবের নাম যে কারণে মুছে ফেলল আইসিসি
১৪ নভেম্বর ২০২৪ ২১:৩২ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৩:০১
আইসিসি র্যাংকিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে বাংলাদেশের পাতাকার ছবিটা জ্বলজ্বল করত উপরের দিকেই। এক যুগেরও বেশি সময় ধরে তিন ফরম্যাটের অলরাউন্ডার র্যাকিংয়ে রাজত্ব করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। একটা সময় তো টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই আইসিসির শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব। সেই সাকিবের নাম এখন তালিকাতেই নেই!
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের র্যাংকিংয়ে সাকিবের নাম না থাকটা অবশ্য অনুমিতই। কারণ গত সেপ্টেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাকিব। কিন্তু ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তবুও আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ওয়ানডে ফরম্যাটেও নেই সাকিবের নাম। কেমন এমনটা হলো তার কারণ জানা গেল।
নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার টানা এক বছর কোনো ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট না খেললে তার নাম র্যাংকিং থেকে সরিয়ে নেওয়া হয়। সাকিবের নাম র্যাংকিং থেকে কাটা পরেছে সেই কারণেই। ২০২৩ সালের ৬ নভেম্বর সর্বশেষ বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছেন সাকিব।
গত ওয়ানডে বিশ্বকাপে সেই ম্যাচটা ছিল শ্রীলংকার বিপক্ষে। তারপর থেকে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলা হয়নি সাকিবের। সময়ের হিসেবে ১ বছর পেরিয়ে যাওয়াতে সাকিবের নাম সরিয়ে নেওয়া হয়েছে আইসিসি র্যাংকিং থেকে।
অবশ্য সাকিব আবার একটা ম্যাচ খেললেই তার নাম উঠে যাবে র্যাংকিংয়ে। বাদ পরার সময় তার নামের পাশে যত পয়েন্ট ছিল র্যাংকিংয়ে সেই পয়েন্ট নিয়েই যুক্ত করা হবে সাকিবকে।
এই মুহূর্তে আফগানিস্তানের মোহাম্মদ নবি আছেন ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে। বাংলাদেশ থেকে সবার উপরে আছেন মেহেদি হাসান মিরাজ। এই ক্যাটাগরিতে চার নম্বরে আছেন মিরাজ।
সারাবাংলা/এসএইচএস