Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা জানিয়ে বিদায় বলে দিলেন ইমরুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৮:৪১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২১:৪১

ভিডিওর শুরুতে দেখা গেল হেঁটে যাচ্ছেন ইমরুল কায়েস, বাজছে বিচ্ছেদি সুর। ইমরুল স্টেডিয়ামের দিকে এগিয়ে গেলেন। খানিক বাদে পর্দায় ভেসে উঠল তার ব্যাটিং সৌন্দর্য। ভিডিও এগিয়ে যেতে ইমরুলকে বলতে শোনা গেল, ‘আমি ইমরুল কায়েস। আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে একটি বিষয় জানাতে চাচ্ছি।’

এরপর বিদায়ের ঘোষণা দিয়ে দিলেন ইমরুল কায়েস। আগামী ১৬ নভেম্বর বাংলাদেশ জাতীয় দলের টেস্ট সংস্করণ ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে কতদিন খেলবেন সে বিষয়ে কিছু বলেননি ইমরুল।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক ফেরিফাইড পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ইমরুল ক্যাপশন দিয়েছেন, বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।

ভিডিওতে মাঠে দাঁড়িয়ে ইমরুল বলেছেন, ‘আমি খুব শিগগিরই আমার ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ তারপর বাংলাদেশ দলের ড্রেসিংরুমে বসে বলেছেন, ‘আমি আগামী ১৬ নভেম্বর (শনিবার) আমার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সঙ্গে আমি আমার প্রথম শ্রেণির ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার জীবনের, (ক্যারিয়ারের) ১৭ বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’ ভিডিও শেষে ইমরুলের টেস্ট জার্সি পরা ছবি ও জার্সি নম্বর ৪৫ গ্রাফিকসে দেখানো হয়।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্ট, ৭৮টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন ইমরুল। টেস্টে বাংলাদেশ ইতিহাসের দশম সর্বোচ্চ রানের মালিক তিনি। ৩৯ ম্যাচে ৭৬ ইনিংসে ব্যাটিং করা ইমরুল ৩টি সেঞ্চুরি, ৪টি ফিফটিতে ২৪.২৮ গড়ে রান করেছেন ১৭৯৭। তার ক্যারিয়ার সর্বোচ্চ ১৫০, পাকিস্তানের বিপক্ষে।

বিজ্ঞাপন

জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলেছিলেন ২০১৯ সালে, ভারতের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে। দিবারাত্রীর সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ রান করেছিলেন ইমরুল। তারপর থেকেই জাতীয় দলের বাইরে তিনি।

২০০৭ সালে খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেক ইমরুলের। আগামী ১৬ নভেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের মুখোমুখি হবে খুলনা বিভাগ। সেটাই হবে ইমরুলের প্রথম শ্রেণির শেষ ম্যাচ। জানা গেছে, বিদায় বেলায় ইমরুলকে সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সারাবাংলা/এসএইচএস

ইমরুল কায়েস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর