Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্ত-জাকেরের ব্যাটে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৯:৪৫ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ২১:২৯

তানজিদ হাসান তামিমের ইতিবাচক শুরুর পর বাংলাদেশকে অনেকটা এগিয়ে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। শেষ দিকে কর্যকারী দুটা ইনিংস খেলেছেন অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক ও স্পিনার নাসুম আহমেদ। সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চ্যালেঞ্জিং স্কোরই গড়েছে বাংলাদেশ।

৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে  বাংলাদেশ। শারজার পিচে ওয়ানডেতে এটা কঠিন স্কোরই বলতে হবে। বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা হচ্ছে শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

শনিবার (৯ নভেম্বর) শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের হয়ে ইতিবাচক শুরু করেন তানজিদ হাসান তামিম। আফগান পেসার ফজলহক ফারুকীকে শুরুতে প্রভাব বিস্তার করতে দেননি তামিম। ফারুকীর বিপক্ষে বেছে নিয়েছিলেন প্রতিআক্রমণে ছক, সফলও হয়েছেন।

ইনিংস অবশ্য বড় করতে পারেননি। তবে তার ১৭ বলে ২২ রানের ইনিংসটি শুরুতে আস্থা দিয়েছে বাংলাদেশকে। তারপর অপর ওপেনার সৌম্য সরকারকে নিয়ে দারুণভাবে এগিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়া আফগান তরুণ স্পিনার আল্লাহ গজনফার  সুবিধা করতে পারেননি শান্ত-সৌম্যদের বিপক্ষে। রশিদ খান, মোহাম্মদ নবিকেও ভালোভাবে সামলেছেন দুজন।

দ্বিতীয় উইকেটে দুজনের জুটি ছিল ৯৩ বলে ৭১ রানে। রশিদ খানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৪৯ বলে ২টি করে চার-ছয়ে ৩৫ রান করেন সৌম্য। বাংলাদেশি ওপেনার আজ ভাগ্যকেও দুষতে পারেন! রশিদ খানের বলে আম্পায়ার এলবিডব্লিউ আউট দিলে পরে আর রিভিউ নেননি। কিন্তু  টিভি রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলে নট আউট ছিলেন সৌম্য।

বিজ্ঞাপন

চারে নামা মেহেদি হাসান মিরাজ আজও হিসেবি ব্যাটিং করেছেন। শান্তর সঙ্গে মিরাজেরও দারুণ একটা জুটি গড়ে উঠেছিল। তৃতীয় উইকেট জুটিতে ৫৩ রান তোলেন দুজন। কিন্তু মিরাজ ফিরতেই টপাটপ কয়েক উইকেট হারিয়ে ফের বিপদে পরে যায় বাংলাদেশ।

৩৩ বলে ২২ রান করে ফেরা মিরাজ রশিদ খানের দুর্দান্ত এক গুগলিতে বোল্ড হয়েছেন। চারে নামা তাওহিদ হৃদয় (১৬ বলে ১১) আজ আবারও কাটা পরেছেন সেই লেগ সাইটে হিট করতে গিয়েই। এরপর নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ একই ওভারে ফিরলে বিপদ বাড়ে বাংলাদেশের।

শান্ত ১১৯ বল খেলে ৬টি চার ১টি ছয়ে ৭৬ রান করে ফিরেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পরেছেন ৩ রান করে। ওয়ানডেতে রানের জন্য মাহমুদউল্লাহর সংগ্রাম করার সময়টা বেড়েই চলেছে। ওয়ানডেতে অভিজ্ঞ ক্রিকেটারের সর্বশেষ চার ইনিংস যথাক্রমে- ০, ১, ২ ও ৩!

১৮৪ রানের মাথায় বাংলাদেশ যখন ষষ্ঠ উইকেট হারাল তখন ৪১তম ওভারের খেলা চলছিল। সেখান থেকে বাংলাদেশকে আড়াইশর ওপারে নিয়েছেন অভিষিক্ত জাকের আলি অনিক ও স্পিনার নাসুম আহমেদ। ফজলহক ফারুকীকে পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকানো জাকের শেষ পর্যন্ত অপরাজিত ছিল ৩৭ রানে। ২৭ বলে ১টি চার ৩টি ছয়ে এই রান করেন মুশফিকুর রহিমের ইনজুটিতে সুযোগ পাওয়া তরুণ উইকেটকিপার। নাসুম আউট হয়েছেন ২৪ বলে ১ চার ২ ছয়ে ২৫ রান করে।

আফগানিস্তানের হয়ে ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন খারোটে। আল্লাগ গাজানফর ১০ ওভারে ৩৫ ও রশিদ খান ১০ ওভারে ৩২ রান খরচায় দুটি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর