Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিনায়কত্ব আর ব্যাটিং দেখে বিস্মিত বুলবুল

স্পোর্টস ডেস্ক
৭ নভেম্বর ২০২৪ ১৮:২৫

সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল

আফগানিস্তানের দেয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। শারজায় প্রথম ওয়ানডেতে ২৩ রানে শেষ আট উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসেছেন নাজমুল হোসেন শান্তরা। অবিশ্বাস্য এই ব্যাটিং ব্যর্থতা আর শান্তর অধিনায়কত্ব দেখে বিস্মিত জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। 

গত সেপ্টেম্বরে দুবাইতে অনুষ্ঠিত হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসর। নারীদের বৈশ্বিক আসরে আয়োজনের অংশ হিসেবে দুবাইয়ে কর্মরত ছিলেন আইসিসির এই ডেভেলপমেন্ট ম্যানেজার। পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে বাস করেন তিনি। সেখানে ফেরার আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে শারজাহয় দেখতে গিয়েছিলেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে। 

বিজ্ঞাপন

ছয় বছর পর শারজায় খেলা দেখতে গিয়ে হতাশ হতে হলো বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে। টপ অর্ডারে পঞ্চাশোর্ধ্ব দুটি জুটিতে ঠিক পথে থাকলেও, আল্লাহ মোহাম্মাদ গাজানফারের স্পিন ভেলকিতেই লন্ডভন্ড বাংলাদেশ। জয়ের পথে থেকেও বাংলাদেশ ম্যাচ হেরেছে ৯২ রানে। এই হারের নেপথ্যে অধিনায়ক শান্তর সাথে দলীয় ব্যাটিং পরিকল্পনার দায়ও দেখছেন বুলবুল। 

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে বুলবুল লিখেছেন, ‘‘ছয় বছর পর আজকে শারজাহতে আফগানিস্তান বোর্ডের আমন্ত্রণে গিয়ে মাঠে বসে বাংলাদেশ দলের ম্যাচ দেখলাম। জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি। সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল-শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে। আশা করি, আমরা খুব শিগগিরই এই অবস্থার উন্নতি করতে পারবো।’,

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ-আফগানিস্তান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর