সৌম্যকে নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ
৬ নভেম্বর ২০২৪ ১৫:৪৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৮:০৯
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে শারজায়। ভিসা জটিলতার কারণে বাংলাদেশ স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার নাসুম আহমেদ ও নাহিদ রানা এখনো সেখানে পৌঁছাতে পারেননি। ফলে ১৩ জন থেকে একাদশ নির্বাচন করতে হয়েছে বাংলাদেশকে।
অনেকদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার সৌম্য সরকারকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ স্কোয়াডে খেলার মতো বিশেষজ্ঞ বোলার ছিলেন চারজন। চারজনকেই নিতে হয়েছে একাদশে- স্পিনার রিশাদ হোসেন ও তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
ব্যাটিংয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে থাকছেন দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়।
বাংলাদেশ একাদশ: তানিজদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
সারাবাংলা/এসএইচএস