Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিপিএলে বিশাল আয়োজনের পরিকল্পনা বিসিবির

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ২১:০৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২৩:২৭

দীর্ঘ এক যুগ ধরে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু সময়ের সঙ্গে বিপিএলের মান, জৌলুস বাড়ার বলে উল্টো কমেছে। প্রতি বিপিএলে মাঠের এবং মাঠের বাইরের বিষয় নিয়ে বিতর্ক লেগেই থাকে। আম্পায়ারিং, সম্প্রচার, পিচ, সুযোগ-সুবিধা, প্রযুক্তির ব্যবহার ইত্যাদি মিলিয়ে বিপিএল মানেই যেন বিতর্ক। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হলেও তাই দর্শক আগ্রহও তলানিতে। সেই জায়গা থেকে এবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

এক্ষেত্রে তারা পাশে পাচ্ছে বর্তমান সরকারকেও। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সরাসরি যুক্ত হচ্ছেন বিপিএল আয়োজনে। বিপিএলে নিয়ে আগ্রহী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অলিম্পিকের মতো ইভেন্টের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিপিএলকেও মেগা টুর্নামেন্ট বানানোর পরিকল্পনা বিসিবির বর্তমান ম্যানেজমেন্টের।

বিজ্ঞাপন

বিপিএলকে শুধু ক্রিকেটের মধ্যে নয় ক্রিকেটের বাইরেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বিশ্বে বিপিএল যেন বাংলাদেশি একটা ব্র্যান্ড হিসেবে জায়গা করে নেয় সে দিকে মনোযোগ দিচ্ছে বিসিবি। টুর্নামেন্টে তারকার ঝলকানিও রাখতে চায় বিসিবি। শোনা যাচ্ছে, হলিউডের কোনো তারকাও থাকতে পারেন উদ্বোধনী আয়োজনে!

আসন্ন বিপিএল নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই এর সাথে যুক্ত রয়েছেন, এটা আমাদের জন্য দারুণ একটা সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সাথে জড়িত। বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না যেটাকে নিয়ে সবাই কানেক্টেড থাকি। বিপিএল তেমন এক উপলক্ষ্য। সেই শক্তিটাকে কাজে লাগানোর একটা প্রয়াস আমাদের আছে, সেটাই এসেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে।’

প্রধান উপদেষ্টার এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি দারুণভাবে কাজে দিবে বলেছেন নাজমুল আবেদীন। তিনি বলেন, ‘এ ধরনের ইভেন্টের সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে মানুষকে কীভাবে আরও সম্পৃক্ত করতে হয়, মানুষকে উজ্জীবিত করে অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়, এ বিষয়গুলো আমাদের প্রধান উপদেষ্টার চেয়ে ভালো কেউ জানেন না।’

‘কীভাবে এটাকে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে পরিণত করা যায়, কীভাবে এটাকে ব্র্যান্ড হিসেবে তৈরি করা যায়, কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়…বিশ্ব যেন দেখে বাংলাদেশের তরুণেরা কেমন, বাংলাদেশের সমাজটা কেমন, বাংলাদেশের খাওয়া কেমন…এ জিনিসটা যেন সবাই দেখে। শুধু বিপিএল নয়, বাংলাদেশও একটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে এই বিপিএলের পর।’- যোগ করেছেন বিসিবির এই পরিচালক।

শোনা যাচ্ছে বিপিএলের উদ্বোধনী হবে জমকালো। ঢাকায় শুধু নয়, উদ্বোধনী আয়োজন হতে পারে চট্টগ্রাম, সিলেটেও। ঢাকা পর্বে পাকিস্তানের কিংবদন্তি গায়ক রাহাত ফাতেহ আলী খানের থাকার কথা শোনা যাচ্ছে। নাজমুল আবেদীন ফাহিম বললেন, চেষ্টা আছে হলিউডের কোন তারকাকেও আনার।

তিনি বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা যদি মাঠে আসেন, একটা বক্তব্য দেন, বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার বা হলিউড থেকে একজন অভিনেতা বা অভিনেত্রী এখানে এসে সংযুক্ত হন, এটা নিশ্চয়ই সারা পৃথিবীর মিডিয়াতে আসবে। আমাদেরও সে চেষ্টা থাকবে।’

গত জুলাই-আগস্ট বিপ্লবের পর তরুণদের যে উল্লাস সেটা বিপিএলের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। ফাহিম বলেন, ‘সামাজিক বিভিন্ন ব্যাপারে বিপিএলকে কাজে লাগানো হবে। আমরা শুধু খেলার মাঠেই বিপিএলকে দেখব না। সারা দেশে কোনো না কোনোভাবে বিপিএল ছড়িয়ে পড়বে। সম্প্রতি যে আন্দোলন হয়েছে, সেখানে যে ঘটনাগুলো ঘটেছে এবং সেটার যে চেতনা, সেটাও আমরা দেখতে পাব বিপিএলের বিভিন্ন পর্যায়ে।’

প্রথমবারের মতো বিপিএলের মাসকট থাকাতে পারে এবার। ট্রফি ট্যুর আর মাসকট ট্যুরের পরিকল্পনাও আছে বলে শোনা যাচ্ছে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর