Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগান সিরিজ একদিন পর অথচ দুই ক্রিকেটার এখনো দেশে!

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৩:০১ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৫:৪০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী মিশন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজের সবকটা ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। সিরিজের প্রথম ওয়ানডে ৬ নভেম্বর। অথচ এখনো বাংলাদেশের স্কোয়াডে থাকা সব ক্রিকেটার গিয়ে পৌঁছাতে পারেননি শারজায়!

দুই ধাপে স্কোয়াডে থাকা ১৩ ক্রিকেটার দুবাই পৌঁছেছেন। কিন্তু তরুণ পেসার নাহিদ রানা ও অপর তরুণ স্পিনার নাসুম আহমেদ এখনো দেশে। ভিসা জটিলতার কারণে দুবাইগামী বিমান ধরতে পারেননি দুজন।

বিজ্ঞাপন

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বলেছে, আজকের মধ্যেই দুজনের ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে। তারপর আরব আমিরাতের বিমান ধরবেন দুজন।

প্রায় ১ বছর পর জাতীয় দলে ডাক পেলেন বাঁহাতি স্পিনার নাসুম। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ খেলতে নাসুম ছিলেন বগুড়াতে। দল ঘোষণার পর স্কোয়াডে তার নাম দেখে ফিরেছেন ঢাকায়।

অপর দিকে নাহিদ রানা কয়েকটা টেস্ট খেলে ফেললেও ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন প্রথমবার। নাসুম-নাহিদ দুজনের একাডেমী ভবনে ভিসার অপেক্ষা করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ নভেম্বর প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। সিরিজের পরের দুই ওয়ানডে যথাক্রমে- ৯ ও ১১ তারিখে।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর