ফিরছেন তামিম ইকবাল
৩ নভেম্বর ২০২৪ ২১:০৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১০:৫৬
তামিম ইকবাল কি ক্রিকেটে ফিরবেন? ফিরলেও কবে? বাংলাদেশ ক্রিকেটে এমন প্রশ্ন অনেক দিনের। এই প্রশ্নের পরিস্কার একটা উত্তর এখন সামনে চলে এসেছে। অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তামিমের গায়ে জাতীয় দলের জার্সি দেখা যেতে পারে, এমন ফিসফাসও শোনা যাচ্ছে ক্রিকেটপাড়ায়।
গত মে মাসে সর্বশেষ ব্যাট হাতে দেখা গেছে তামিমকে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। তারপর তামিমকে নিয়ে বহু কথা শোনা গেছে। কিন্তু মাঠে দেখা মিলেনি বাংলাদেশের সাবেক অধিনায়কের।
দীর্ঘদিন পর গতকাল ব্যাট-প্যাড নিয়ে মিরপুর স্টেডিয়ামে দেখা গেছে তামিমকে। আজও অনুশীলন করেছেন। নেটে ব্যাটিং করেছেন অনেকক্ষণ। এ সময় তামিমের সঙ্গে ছিলেন স্থানীয় কোচ সোহেল ইসলাম। জাতীয় দলের দুই বোলার হাসান মাহমুদ ও তাইজুল ইসলামকেও দেখা গেছে তামিমের সঙ্গে অনুশীলনে। এখন থেকে নিয়মিতই অনুশীলন করে যাবেন বলে জানা গেছে।
কবে ক্রিকেটে ফিরবেন এমন কথা তামিম কখনোই বলেননি। তবে তিনি যে ফরচুন বরিশালের হয়ে আগামী বিপিএল খেলবেন তা নিশ্চিত করেছেন নিজেই। সবকিছু ঠিক থাকলে বিপিএল মাঠে গড়াবে চলতি বছরের ৩০ ডিসেম্বর। সে হিসেবে মাস দুই বাকি।
কিন্তু শোনা যাচ্ছে, বিপিএলের আগে জাতীয় দলেই দেখা যেতে পারে তামিমকে। চলতি মাসের মাঝামাঝি থেকে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে ওয়ানডে ম্যাচ তিনটি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই বাংলাদেশের। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে তামিম পাখির চোখ করছেন বলে খবর।
গত বছরের সেপ্টম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। তারপর ওয়ানডে বিশ্বকাপে শেষ মুহূর্তে দল থেকে কাটা পরে তামিমের নাম। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেটে কম জলঘোলা হয়নি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তামিমের জাতীয় দলে ফেরার আলোচনা আরও জোড়ালো হয়েছে।
সারাবাংলা/এসএইচএস