Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ৬ ওভারে ১১১ রান তুলল বাংলাদেশ, সাইফউদ্দিনের ৯ বলে ৫ ছক্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ১৭:৪০ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৮:০১

হংকংয়ের ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্টে বাংলাদেশে রান উৎসব চলছেই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৬ ওভারে ১৪৭ রান তুলেছিল বাংলাদেশ। এবার ৬ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনরা তুললেন ১১১ রান। ১১১ রান তোলার ম্যাচে ডিএল ম্যাথডে ১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। দারুণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের।

প্রায় ৭ বছর পর হংকং আয়োজন করেছে ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্ট। এটা ৬ ওভারের টুর্নামেন্ট। অর্থাৎ প্রতিটি দল ব্যাটিং করার সুযোগ পায় ৬ ওভার করে। প্রতি দলে ১১ জনের বদলে ক্রিকেটারও থাকেন ৬ জন করে। ছয় ওভারের এই ‍টুর্নামেন্টে আয়োজকরা রান উৎসবের জন্য সম্ভাব্য সব কিছুই করেছে! ব্যাটিং সহায়ক পিচের পাশাপাশি বাউন্ডারি লাইনের দৈর্ঘ্য, প্রস্থও কম। এই সুযোগে রানের ফোয়ারা ফুটছে ব্যাটে।

বিজ্ঞাপন

আজ শনিবার (২ নভেম্বর) টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে আগে ব্যাটিং করে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান তোলে মোহাম্মদ সাইফউদ্দিনের দল।

প্রথম থেকেই ঝড় তোলেন বাংলাদেশের দুই ওপেনার জিশান আলম ও আবদুল্লাহ আল মামুন। ৪ ওভারের দুজনের প্রথম উইকেট জুটিতে উঠে ৫৯ রান। মামুন ১১ বলে ২ চার ৩ ছয়ে ৩১ রান করে ফিরলে জুটি ভাঙে। এরপর মোহাম্মদ সাইফউদ্দিন তিনে নেমে আমিরাতের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন।

মাত্র ৯ বল খেলার  সুযোগ পেয়েছেন টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সাইফউদ্দিন। ৯ বলের ৫টিতে ছক্কা মেরেছেন ১টি চার! ৯ বলে ৩৬ রান তুলে অপরাজিত ছিলেন সাইফ। অপর প্রান্তে জিশান আলম ১৭ বলে ৩টি করে চার-ছয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে ডিএল ম্যাথডে আরব আমিরাতের টার্গেট দাঁড়ায় ৩.২ ওভারে ৬২ রান। আরব আমিরাত ৩ ওভার হারিয়ে ৪৩ রানে থেমেছে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

সাইফউদ্দিন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর