সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর ২০২৪ ১৩:৫৪ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৬:৪৫
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় নারী ফুটবলারদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হন ফুটবলাররা। দলের সঙ্গে ম্যানেজার মাহমুদা অনন্যা এবং হেড কোচ পিটার বাটলারও ছিলেন।
সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের সঙ্গে সকালের নাস্তা করেন প্রধান উপদেষ্টা। সেই সময় ফুটবলারদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন ড. ইউনূস।
গত বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী দল। শুক্রবার শিরোপা নিয়ে ঢাকায় ফেরেন চ্যাম্পিয়ন মেয়েরা। ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আসা নারী ফুটবলারদের হাজারো ফুটবল সমর্থক অভিনন্দন জানান, বরণ করে নেন।
বাফুফে ভবনে বাফুফে কর্তকর্তারা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া চ্যাম্পিয়নদের স্বাগত জানান।
এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যাম্পিয়নদের জন্য ১ কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সারাবাংলা/এসএইচএস