মোস্তাফিজকে রাখল না চেন্নাই
৩১ অক্টোবর ২০২৪ ২২:০৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২২:১৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসর মাঠে গড়াতে পারে আগামী বছরের মার্চে। নভেম্বরে হওয়ার কথা মেগা নিলাম। তার আগে রিটেনশন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করল দলগুলো। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজুর রহমানের নাম তালিকায় নেই।
রিটেনশন অর্থাৎ নিলামের আগে নিয়ম অনুযায়ী কয়েকজন ক্রিকেটারকে ধরে রাখতে পারে দলগুলো। এবার রিটেনশন ক্রিকেটারের সংখ্যা ছিল সর্বোচ্চ ৬ জন, সর্বনিম্ন ২ জন। মোস্তাফিজের দল চেন্নাই এবার চারজন ক্রিকেটারকে ধরে রেখেছে। সেই তালিকায় নেই মোস্তাফিজ।
গত টুর্নামেন্টে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছিল চেন্নাই। চেন্নাইয়ের এম. চেন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোতে মোস্তাফিজ দারুণ বোলিংই করেছেন। চেন্নাস্বামী স্টেডিয়ামের পিচ সচরাচর স্লো হয়। আর মোস্তাফিজের কাটার-স্লোয়ার স্লো পিচে দারুণ কার্যকরী। চেন্নাই সেই আশা করেই কিনেছিল মোস্তাফিজকে। বাংলাদেশি পেসার সেই প্রত্যাশা মিটিয়েছিলেনও দারুণভাবে। তবে এবার চেন্নাইয়ের রিটেনশনের তালিকায় থাকলেন না মোস্তাফিজ।
চেন্নাই এবার যে চার ক্রিকেটারকে ধরে রেখেছে তাদের মধ্যে মহেন্দ্র সিং ধোনির নাম আছে। ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক ধোনি আবারও খেলবেন কিনা তা নিয়ে চলছিল জল্পনা। জল্পনা একপাশে রেখে ধোনিকে ধরে রাখল চেন্নাই। অর্থাৎ ভারতের সাবেক অধিনায়কের আগামী আইপিএল খেলা মোটামুটি নিশ্চিত।
অবশ্য ধোনির দাম কমিয়ে তাকে ৪ কোটি রুপিতে ধরে রেখেছে চেন্নাই। সর্বোচ্চ ১৮ কোটি রুপিতে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে ধরে রেখেছে চেন্নাই। এছাড়া রবীন্দ্র জাদেজা ও লংকান পেসার মাথিশা পাথিরানাকে ১৩ কোটি রুপিতে ধরে রেখেছে চেন্নাই।
সারাবাংলা/এসএইচএস