পাকিস্তানের উদাহরণ টেনে জয়ের স্বপ্ন দেখালেন বাংলাদেশ কোচ
২৯ অক্টোবর ২০২৪ ২০:১৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২২:২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই অনেকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম দিনে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের পিচ যেমন, তাতে এই অবস্থা থেকে ম্যাচ জেতা বাংলাদেশের জন্য বড্ড কঠিনই হবে। কিন্তু সিরিজ হার এড়াতে হলে চট্টগ্রামে জয়ের বিকল্প নেই। সেই স্বপ্নটা অবশ্য দেখছেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স।
উদাহারণ হিসেবে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার মুলতা টেস্টের প্রসঙ্গ টেনেছেন চলতি সিরিজের আগে বাংলাদেশের দায়িত্ব নেওয়া সিমন্স।
কদিন আগে মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেছিল পাকিস্তান। কিন্তু তারপরও ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তানিরা। ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রান তোলে। যাতে ইনিংস ব্যবধানে জিতেছে ইংলিশরা।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে মুলতান টেস্টের উদাহারণ টেনে ফিল সিমন্স বলেন, ‘এই মুহূর্তে দলের কথা হচ্ছে আগামীকাল সকালে আমাদের আসতে হবে এবং তাদের বোলিং করানোর মতো অবস্থানে রাখার জন্য তাড়াতাড়ি উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর আমরা যখন ব্যাটিং করেছি… আমরা টেস্ট ম্যাচে দেখেছি, পাকিস্তানে টেস্ট ম্যাচে, এক দল ৫০০ করেছে, অন্য দল ৮০০ করেছে, সেখানেও ফলাফল হয়েছে।’
‘তাই সবসময় দৃষ্টিতে ফলাফল রয়েছে। এবং এই মুহূর্তে আমরা আজ যা ঘটেছে তা নিতে হবে। দেখতে হবে আগামীকাল সকালে আমরা কীভাবে ভিন্নভাবে (বোলিং) করে নিজেদেরকে একটি অবস্থানে রাখার জন্য আরও কিছু উইকেট পেতে পারি কিনা। আপনাকে সবসময় চিন্তা করতে হবে কিভাবে টেস্ট ম্যাচ জিতবেন তারপর অন্য কিছু,’ যোগ করেন সিমন্স।
আজ অবশ্য দুই উইকেটের জায়গায় ৪-৫ উইকেটও পেতে পারত বাংলাদেশ। কিছু সহজ ক্যাচ ও রান আউটের সুযোগ মিস হওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। সেই সুযোগ কাজে লাগিয়ে সহজেই বড় ইনিংসের দিকে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
তবে আত্মবিশ্বাস হারাচ্ছেন না বাংলাদেশ কোচ। ফিল সিমন্স বলেছেন, ‘আমি হতাশ বলতে পারি না। যতদূর আমরা উদ্বিগ্ন এটা দারুণ একটি ব্যাটিং উইকেট ছিল। আমি মনে করি বোলাররা পরিশ্রম করেছে এবং ভালো বোলিং করেছে। কয়েকটি সুযোগ মিস করেছে। (ধরতে পারলে) ভিন্ন হতে পারতো, চার, পাঁচ (উইকেট) হতে পারতো। কিন্তু আপনি জানেন, এটা কঠিন একটি দিন। আমি যখন এখানে এসেছি তখন মুদ্রার অন্য পাশে কঠিন দিন দেখেছি। তাই, আমি হতাশ বলব না।’
উল্লেখ্য, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটা ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। অর্থাৎ সিরিজ হার এড়াতে চট্টগ্রাম টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের।
সারাবাংলা/এসএইচএস